clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sayed Rono books

followers

সৈয়দ রনো

সৈয়দ রনো ১৯৭৮ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- আলহাজ সৈয়দ আব্দুল লতিফ, পেশায় তিনি স্কুল শিক্ষক এবং মুসলিম বিবাহ রেজিস্ট্রার ও কাজী এবং মাতা- আলেয়ার নাহার হাওয়া। পরিবারে তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে নিজ গ্রাম হিজুলিয়ায়। ঘিওর উপজেলার আঞ্চলিক উচ্চ বিদ্যালয়,ফুহাড়া থেকে এসএসসি ও ঘিওর সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর উচ্চশিক্ষা প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় হতে বাংলায় এম.এ. পাস করেন। এরপর তিনি আইনবিদ্যায় স্নাতক এল.এল.বি ও বি.এড ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এড পাশ করেন। ধর্মের প্রতি দুর্বল থাকায় তিনি আরবি শিক্ষায় আলিম পাশ করেন। ২০১৩ সালে লোকসংস্কৃতি -তে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এড ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন : বাল্যকাল থেকেই তিনি সাহিত্য অনুরাগী। ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় প্রথম কবিতা প্রকাশ হয় মানিকগঞ্জের স্থানীয় আলোর বাণী পত্রিকায়। এরপর থেকে নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় তার কবিতা, ছড়া, পদ্য, গল্প, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, নিবন্ধ, রম্যরচনা প্রকাশ হতে থাকে। মঞ্চ নাটক লিখে এবং অভিনয় করে নব্বই দশকে সুনাম এবং সুখ্যাতি কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি অনুশীলন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে যার নাম পরিবর্তন হয়ে অন্যধারা সাহিত্য সংসদ হয়েছে, এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ছাব্বিশ বছর যাবত সাপ্তাহিক অন্যধারা যা বর্তমানে দৈনিক অন্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বর্তমানে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

সৈয়দ রনো এর বই সমূহ

(Showing 1 to 9 of 9 items)

Recently Viewed