প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুস সালাম
আব্দুস সালাম নিঃসন্দেহে একজন ভালো মানের ছড়াকার। যে কোন বিষয়ে তাঁর কলম এগিয়ে চলে চলমান বিষয়বস্তু ধরে। জন্মসূত্রে সাতক্ষীরা এলাকার হলেও তাঁর লেখক শরীর সমগ্র বাংলাদেশ। অত্যন্ত ছন্দ-অন্ত্যমিলে দক্ষ শিশুসাহিত্যিকও বলা যায় তাঁকে। স্থানীয় পত্রপত্রিকাসহ দেশের উল্লেখযোগ্য প্রায় পত্রিকাগুলোতেই রয়েছে তাঁর সরব উপস্থিতি। আব্দুস সালাম মূলত নব্বই দশকের ছড়াকার। আলোচ্য 'ছড়ায় ছন্দে ফলের গুণ' গ্রন্থটি তাঁর অনবদ্য সৃষ্টি। যেখানে তিনি বিভিন্ন ফলের নামসহ স্বাদ গন্ধ ও উপকারিতা সম্পর্কে তথ্য প্রদান করেছেন। যার উপস্থাপন ছিল একেবারেই মোহনীয় ভঙ্গিতে। তাছাড়া ফলের মধ্যে পাঠকের আনন্দলোক নির্মাণ করার ক্ষেত্রেও তাঁর অসাধারণ মৌলিকত্বও চোখে পড়ার মত। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুস সালাম সাতক্ষীরা জেলার শ্যামনগরস্থ তটিনী সাহিত্য পরিষদের সাথে সম্পৃক্ত আছেন। "ছড়ায় ছন্দে ফলের গুণ' তাঁর তৃতীয় ছড়াগ্রন্থ। ছন্দ- অন্ত্যমিলের নিপুণ ঝংকারে বইটি সহজেই পাঠকপ্রিয় হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এ পৃথিবী তাঁর বাসযোগ্য হোক।