প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শামসুল ইসলাম
কাঁচাগােল্লাখ্যাত বনলতা সেনের নাটোর জেলায় লেখক শামসুল ইসলামের জন্ম । পিতা- মাে: শাহাব উদ্দিন, মাতা- মােছা: আলেয়া বেগম, গ্রামধনঞ্জয়পাড়া, ডাকঘর : আব্দুলপুর, উপজেলালালপুর । ১৯৭৫ সালের ১ এপ্রিল কামারহাটী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে পার্শ্ববর্তী ধনঞ্জয়পাড়া গ্রামে গৃহ নির্মাণ করেন। বর্তমানে এটিই তার স্থায়ী ঠিকানা। ছাত্রজীবনে তিনি করিমপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আব্দুলপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও বিএসসি এবং উত্তর বঙ্গ টি.টি. কলেজ থেকে বি.এড পাস করেন। স্ত্রী-রাশীদা পারভীন শিক্ষিকা। কন্যা-ইশা ও মেধা, পুত্র-শিহাব । লেখালেখি ছাত্রজীবন হতে । প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ চন্দনা নদী। শিক্ষকতা পেশা দ্বারা কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি রাজশাহী জেলায় বাঘা উপজেলার অন্তর্গত দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক বিএসসি (গণিত) পদে কর্মরত আছেন।