প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মফিজুর রহমান রুননু
জন্ম : ১৯৫৮, যশাের। ৭০ দশকের প্রথমভাগে। বিপ্লবী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র সংগঠনের। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেততে ছিলেন। ৮০ দশকের প্রথমে সক্রিয় রাজনীতি থেকে সরে । আসেন। সমাজ পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা থেকে লেখালেখি শুরু করেন। ইতিপূর্বে তাঁর প্রকাশিত বই- যুক্তিবাদ : চেতনামুক্তির লড়াই (২০০১, পড়য়া), বিশ্বাসবাদ বনাম যুক্তিবাদ (২০০৭, হাতেখড়ি), জীবন ও বিবর্তন (২০১১, কথাপ্রকাশ), বাঙালির লৌকিক। ধর্ম (২০১২, কথাপ্রকাশ) ও অতঃপর মানুষের ধর্ম। (২০১৪, কথাপ্রকাশ)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশােনা করেছেন। পেশাগত জীবনে কলেজে পড়ান। লেখালেখির। পাশাপাশি ছবি আঁকেন, বই পড়েন, গান শােনেন। একটি একক চিত্রপ্রদর্শনীসহ কয়েকটি যৌথ । প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বরেণ্য শিল্পী এস এম সুলতানের সান্নিধ্যে ছিলেন। যশােরের ‘এস, এম.। সুলতান ফাইন আর্ট কলেজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য।।