প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. গোলাম মঈনউদ্দিন
ড. গােলাম মঈনউদ্দিন মূলত প্রাবন্ধিক। কিন্তু কবিতা ও অনুবাদকর্মেও তাঁর স্বচ্ছন্দ বিচরণ। প্রবন্ধ, কবিতা, শিশুতােষ জীবনী ও প্রবন্ধ অনুবাদ এবং সম্পাদনা মিলে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ২৯। তাঁর প্রবন্ধ গ্রন্থের বিষয়বস্তু সাহিত্য সমালােচনা, জীবনী, গ্রন্থ উন্নয়ন, গ্রন্থ প্রকাশনা, গ্রন্থ বিপণন, পাঠাভ্যাস, পাঠ উন্নয়ন প্রভৃতি । ড. গােলাম মঈনউদ্দিনের লেখালেখির একটি বড় অংশ জুড়ে আছে গ্রন্থ প্রকাশনা ও বিপণন এবং গ্রন্থ উন্নয়ন। এ বিষয়ে তিনি ৬টি গ্রন্থ লিখেছেন । সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে ড. গােলাম মঈনউদ্দিন লাভ করেন সাহিত্য একাডেমী পুরস্কার, সাতক্ষীরা ১৯৯৫; মাইকেল মধুসূদন পুরস্কার, কলিকাতা ১৯৫৫; যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদ সংবর্ধনা নিউইয়র্ক ১৯৯৭; সাহিত্য সম্মেলন ১৯৯৮ নারায়ণগঞ্জ সংবর্ধনা, নারায়ণগঞ্জ ১৯৯৮; পলিক এওয়ার্ড, ঢাকা ১৯৯৮; সােনালী রােদ সংবর্ধনা, হুগলী ১৯৯৮; চোখ সাহিত্য পুরস্কার, কলিকাতা ২০০০। সাতক্ষীরা জেলার নলতাশরীফে ড. গােলাম মইনউদ্দিনের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এম.এ.করার পর তিনি জাপান থেকে গ্রন্থ প্রকাশনা ও গ্রন্থ। উন্নয়ন বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন । ২০০২ সালে তিনি পিএইচ.ডি করেন। ড. গােলাম মঈনউদ্দিন বাংলা একাডেমীর সাবেক পরিচালক। তিন দশকেরও অধিক সময় তিনি এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০০০ সালে তিনি অবসর গ্রহণ করেন। এছাড়া, জাপানের ‘এশিয়ান কালচারাল সেন্টার ফর ইউনেসকো কর্তৃক প্রকাশিত ‘এশিয়া প্যাসিফিক বুক ডেভেলপমেন্ট জার্নাল'-এর ‘ন্যাশনাল করিসৃপড়ান্ট' হিসেবে প্রায় এক দশক কাজ করেন। একজন গ্রন্থ বিশেষজ্ঞ হিসেবে, ড. গােলাম মইনউদ্দিন, দেশে বিদেশে বিশেষভাবে সমাদৃত।