প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মেহেদী হোসেন
জন্ম ১৯৫৮ সালে, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে। সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও সাতক্ষীরা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডিভিএম ও এমএস এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারে যোগদান করেন। ২০১৭ সালে পরিচালক সম্প্রসারণ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে অবসর গ্রহণের পরও বিভিন্ন সংস্থায় বিশেষজ্ঞ সেবা প্রদান করে চলেছেন। এফএও, বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে বাস্তবায়িত বেশ কয়েকটি প্রকল্পে নির্বাহী দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য সংস্থা OIE-এর ন্যাশনাল কমুনিকেশন ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিআরএমপি প্রকল্প ও কৃষি গবেষণা ফাউন্ডেশনে প্রাণিসম্পদ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক সংস্থা UNIDO-তে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ ও শিক্ষা সফরে যোগদান উপলক্ষে ডেনমার্ক, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান ভ্রমণ করেছেন।