প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ডা. সেলিনা ডেইজী
ডা. সেলিনা ডেইজী শিশু, শিশু নিউরােলজী ও ক্লিনিক্যাল নিউরােফিজিওলজী বিশেষজ্ঞ। খুলনায় জন্ম। বাবা মৃত মশফুউর রহমান এবং মা মৃত বেগম মনােয়ারা ।। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চ শিক্ষার জন্ন্য যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রে থাকাকালীন মিসিগ্যানের সেন্ট যােসেফ মার্সি হাসপাতাল পনটিয়াক, নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, মিসিগ্যানের হেনরি ফোর্ড হাসপাতাল ডেট্রয়েট-এ উচ্চ শিক্ষা ও ট্রেনিং সম্পন্ন করেছেন। দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজের নিউরােলজী বিভাগে সহযােগী অধ্যাপক হিসাবে যােগদান করেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে CIDA হতে ভােনেশন যােগার করে ঢাকা মেডিকেল কলেজে ইলেকট্রো ফিজিওলজী বিভাগ চালু করেন । এই জন্য বিএমএ অফ নর্থ আমেরিকা তাকে ডিসটিনগুইস সার্ভিস এওয়ার্ড প্রদান করেন। উত্তরাতে তিনি প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে থেরাপী সেন্টার চালু করেছেন। ঠিকানা-শিশু বিকাশ কেন্দ্র, বাড়ী নং-৮, রাস্তা-১৫ জসিম উদ্দিন রােড, সেক্টর-১, উত্তরা। প্রতিবন্ধী শিশুদের জন্য স্বল্পমূল্যে (অলাভজনক) একটা ডে-কেয়ার সেন্টার তৈরি করছেন উত্তরাতে, যেখানে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন রকম থেরাপী দিয়ে সাবলম্বী করার চেষ্টা করা হবে। অদূর ভবিষ্যতে এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটা স্বল্পমূল্যে (অলাভজনক) হােম করার ইচ্ছা পােষণ করেন। স্বামী ডা. এ.কে, মােশতাক। একমাত্র সন্তান ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মাে. আবদুল্লাহ আল মামুন। তিনি দ্বৈত নাগরিক (বাংলাদেশ ও ইউএসএ)। ছবি আঁকা এবং পশুপাখি পােষা তার শখ।।