Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A. S. M. Habibur Rahman books

follower

এ. এস. এম. হাবিবুর রহমান

এ.এস.এম. হাবিবুর রহমান ১৯৫১ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার তিস্তা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মকবুলার রহমান, মাতা মরহুম হাছিনা খাতুনের আট সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ১৯৬৭ খ্রিস্টাব্দে এস.এস.সি ১৯৬৯ খ্রিস্টাব্দে এইচ.এস.সি ও ১৯৭৫ খ্রিস্টাব্দে বি.এ পাশ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দে সহকারী অ্যাডজুটেন্ট আনসার ও ভিডিপি পদে যোগদান করে বিভিন্ন পদে উন্নীত হয়ে ২০০৭ খ্রিস্টাব্দে সহকারী জেলা অ্যাডজুটেন্ট আনসার ও ভিডিপি হিসেবে অবসর গ্রহণ করেন। অনেক বছর ধরে লিখে আসছেন, লেখার পাশাপাশি লনটেনিস খেলতে পছন্দ করেন। কামাল কাছনা নিবাসী মরহুম সৈয়দ আহম্মদ হোসেন ও মরহুমা মোমেনা খাতুনের চতুর্থ কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কন্যা সানিয়াত হাবিবা আশা ও পুত্র আহসাব হাবিব। প্রথম কাব্যগ্রন্থ 'ফ্রেমহীন জানালা', দ্বিতীয় গল্পগ্রন্থ 'তিস্তার স্বপ্ন ডানায় মেঘ'। ২০১৬ খ্রিস্টাব্দে নিখিল বঙ্গীয় সাহিত্য পরিষদ ভারত শিলিগুড়ি শাখা তাঁকে সম্মাননা পদক দিয়েছে। বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে নিজকে সম্পৃক্ত রেখেছেন। আপন যোগ্যতায় তিনি মননশীল লেখায় একজন দক্ষ কারিগর।

এ. এস. এম. হাবিবুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed