প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবুল হোসাইন
জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় পার করে দিয়েছি সংবাদপত্র ও প্রকাশনা জগতে কাজ করে কাছ থেকে দেখেছি, দেশ বরেণ্য কবি-সাহিত্যিকদের। তাদের কাছ থেকে পেয়েছি স্নেহ ও ভালােবাসা। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সাহিত্য সংগঠনে অংশগ্রহণ করে আসছি । আমার লেখালেখির সবচেয়ে বড় প্রেরণা, যাকে আমি সাহিত্যের এক নক্ষত্র মনে করি। তিনি হলেন, আমার চাচাতাে ভাই আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন । আরও শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, কবি ও রম্যসাহিত্যিক শাহজাহান আবদালী এবং কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনকসহ অনেককে। আমার ফেইসবুক আইডিতে যারা আছেন, তারা বেশির ভাগই লেখালেখির সাথে জড়িত। অনেকে বই প্রকাশ করার আগ্রহ প্রকাশ করে আমার ইনবক্সে লিখেন । অনেকে বলেন, একক বই বের করতে হলে প্রচুর টাকা দরকার । সেই সামর্থ্য আমার নেই। এ ধরনের কথা শুনতে শুনতে সিদ্ধান্ত নিলাম আমার সম্পাদনায় একটি যৌথ কবিতাসমগ্র বের করব । নামকরণ করার জন্য আমার প্রিয় লেখক বাংলার প্রফেসর কবি পল্লব সেনগুপ্ত দাদার কাছে মতামত জানতে চাই। দাদা একদিন সময় নিয়ে চমৎকার একটি নামকরণ করেন। ‘যুক্তাঞ্জলি' এটি একটি কবিতাসমগ্র । এই জন্য দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বইটি আশা করি সকল সাহিত্যপ্রেমী বন্ধুদের ভালাে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।