clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Khaled Motin books

follower

খালেদ মতিন

জন্ম ১৯৪৯-এর ১২ জানুয়ারি, নেত্রকোণা শহরের উপকণ্ঠে। নেত্রকোণা দত্ত হাই স্কুল থেকে ১৯৬৫-তে এসএসসি প্রথম বিভাগ (কা)। ১৯৬৭-তে নেত্রকোণা কলেজ থেকে এইচএসসি দ্বিতীয় বিভাগ (কলা)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এমএ যথাক্রমে ১৯৭০ ও ১৯৭১-এ বাংলা ভাষা ও সাহিত্যে দ্বিতীয় শ্রেণি। শৈশব থেকেই লেখালেখির শুরু। নেত্রকোণার মরহুম। খালেকদাদ চৌধুরীর সম্পাদনায় পাক্ষিক উত্তর আকাশ-এ ৬০-এর দশকের প্রথম থেকে খালেদ-বিন-আস্কার ছদ্মনামে নির্মলেন্দু গুণ ও রফিক আজাদের সঙ্গে কবিতায় তারও হাতেখড়ি। ষাটের দশকে দৈনিক সংবাদ ও আজাদসহ তখনকার প্রধান দৈনিকগুলােতে কিঞ্চিৎ পরিচিতি গড়ে উঠলেও ৬০ দশকের শেষ পর্যায়ে অনার্সের ছাত্র থাকাকালে একবার বাড়ি ফিরে দেখলেন কবিতার খাতাগুলাে সবই সের দরে বিকি হয়ে গেছে। এ ঘটনা স্বভাবতই তাকে ভগ্নোদ্যম করে। স্বাধীনতার পর নতুনভাবে আবার মনােনিবেশ করেন, কিন্তু স্বাধীনতাউত্তর অনেক লেখক-কবির ভিড়ে নিজের পুনরুদ্ধার কোনমতেই সম্ভব হয়নি। মাঝে পাঁচ সাত বছর প্রায় বন্ধ্যাবস্থা। ১৯৭৫’র পর কুলিয়ারচর কলেজে। শিক্ষকতাকালে অর্থনীতির লেকচারার রাজবাড়ির আসাদুজ্জামানের প্রেরণায় আবার লেখালেখিতে পূর্ণোদ্যমে মনােনিবেশ করেন। ছদ্মনামের ঈষৎ পরিবর্তনে খালেদ-বিন-অস্কার নামে নব্বই দশকব্যাপি। দৈনিক খবর পত্রিকায় কবিতা ছাড়াও বিচিত্র বিষয়ক কলামিস্ট রূপে আত্মপ্রকাশ করেন। ২০০০’র কাছাকাছি এসে কবি সমুদ্র গুপ্ত'র পরামর্শে শেষবারের মত ‘খালেদ মতিন’-এ রূপান্তরিত হন। এ পর্যন্ত তার লেখালেখিতে ৭০০'র অধিক সনেট, অনেক কেটে হেঁটে হলেও ১০০০/১৫০০ কবিতা, ৭০/৮০টি ছােট গল্প, কয়েকটি উপন্যাস ও শতাধিক প্রবন্ধ-নিবন্ধ রয়েছে। সীমিত সাধ্যে নিজ খরচে প্রকাশিত মাত্র ৬টি গ্রন্থ। বাধারে মমি (৫২ কবিতা), মহাভারতের পাখি (১০০ সনেট, ৪৩ কবিতা) চাদ ও ফাহিয়েন (৩০০ সনেট + ১১টি কবিতা) একমাত্র গল্প সংকলন সম্রাজ্ঞীর পাশে এক রাত (১৪ গল্প) অমর্ত হরিণ (২০০ সনেট + কবিতা) সর্বশেষ গল্প সংকলন রাজভােগ।

খালেদ মতিন এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed