clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

sanowar khan sujon books

follower

ছানোয়ার খান সুজন

শেরপুর জেলার অন্তর্গত নকলা থানার দুধেরচন গ্রামের এক ছায়া সুনিবিড় মনােরম পরিবেশে কথাসাহিত্যিক ছানােয়ার খান সুজন জন্মগ্রহণ করেন। বাবা-তছিম উদ্দিন খান, মাতা-সায়েদ খাতুন। সহধর্মীনি-জেসমিন নাহার খান ও কনা সাবনিম তাবাসসুম সামিহা । আট ভাইবােনের মাঝে তিনি দ্বিতীয়। সাহিত অনুরাগী এ তরুণ প্রতিভাবান লেখক শৈশব থেকেই সাহিত্যচর্চায় গভীর মনােনিবেশ করেন। প্রকৃতি সজীবতা, আম্রকাননে দোয়েলের শিস, মেঠো পদে হেঁটে চলা, উদাস বাউলের গানের সুর, অন্ধকারে জোনাকির জলসা লেখককে আলােড়িত করে। তা বাড়ির অনতিদূরে বয়ে চলা ব্ৰহ্মপুত্র নদীতে ভাসমান পালতােলা নৌকা, কাশবনে আশ্রিত পাখির কলরব যুবক রাখালের বাঁশির সুর লেখকের মন ছুঁয়ে যায়।। এক সময় তার হাতে উঠে আসে কলম। অনবরত নখে ১লেন সজীব প্রকৃতি আর মানুষের সুখ-দুঃখ হস-কন্নর কথা। চিন্তা-চেতনায় ও লেখনীতে ফুটিয়ে তুলে মানুষের আশা-আকাঙ্ক্ষা দু-লেবাস, বিরহ। কবিতা, উপন্যাস, নাটক দেখ ত হ হয়ে ওঠে নদীর স্রোতের মতে গতিশীল পাঠকদের চাওয়া-পাওয়া পরিপূর্ণতা পায়। এবারের বইমেলায় লেখকের নতুন উস লাল শাড়ির মেয়েটি সকলের হৃদয় ছুঁয়ে হবে শ্রম ও উদীয়মান লেখকের সৃজনশীল দেব সাহিত্য-সংস্কৃতির আকাশ আরও উজ্জ্বল হয়ে হবে বলে আমার বিশ্বাস। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও কামনা করছি।

ছানোয়ার খান সুজন এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed