প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বিমল বসু
বিমল বসু বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ১৯৬২ সালে রসায়নে স্নাতক । তারপর বহরমপুরেই কৃষ্ণনাথ কলেজ স্কুলে বিজ্ঞানে শিক্ষকতা প্রায় ১৩ বছর । সাতের দশকের শেষাষেশি শিক্ষকতা থেকে সাংবাদিক, কলকাতায় আনন্দবাজার পত্রিকায় যােগদান। এখন অবসরপ্রাপ্ত। বহরমপুরে শিক্ষকতা-পর্বেই জনবিজ্ঞান নিয়ে লেখালেখির শুরু । আনন্দবাজার, যুগান্তর, জ্ঞান ও বিজ্ঞান, Science Reporter, Science Today প্রভৃতি পত্রিকায় বিজ্ঞান-বিষয়ক লেখা প্রকাশিত হয় । সাতের দশকের গােড়ায় বহরমপুর থেকে ড, অলােক সেনের সম্পাদনায় বাংলাভাষায় বিজ্ঞান-বিষয়ক মাসিক পত্রিকা ‘বিজ্ঞান জিজ্ঞাসা’ প্রকাশনায় মুখ্য ভূমিকা। ওই পত্রিকা। সাধারণ পাঠক ও বিদ্বজ্জন মহলেও সাড়া ফেলেছিল। কলকাতায় কর্মকালে আনন্দবাজার, দেশ, আনন্দমেলা, জ্ঞান ও বিজ্ঞান ইত্যাদি পত্রিকায় লেখালেখি । সাপ্তাহিক আনন্দমেলা’য় টানা ষােলাে বছর ধরে বিজ্ঞানের ফিচার লিখন । আনন্দবাজার পত্রিকার তরফে ১৫ বছর ধরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সংবাদ পরিবেশন । আটের দশকে অলােক সেনের সঙ্গে যৌথভাবে ‘যতদিন সূর্য' নামে জনবিজ্ঞান গ্রন্থ প্রকাশ । একমাত্র শখ বা নেশা রবীন্দ্রসঙ্গীত চর্চা। ১৯৯২ সালে আচার্য শৈলজারঞ্জন মজুমদারের নির্দেশনায় রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ ।