প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
বিশ্বাস ফজলুল হক
জীবনে এমন অনেক মুহর্ত আসে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। মনে হয় এর থেকে হয়তাে বা সামনে এগােনাে সম্ভব নয়। কঠিন এই সময়ে সবার উচিত একজন কাউকে নিজের অনুপ্রেরণার জায়গাটা দিয়ে দেওয়া, তার সাফল্য থেকে শিক্ষা নিয়ে নিজের ব্যর্থতার কারণগুলাে খুজে বের করা। আমি তখন ডঃ মুহাম্মদ ইউনূসের অনুপ্রেরনায় এগিয়ে চলি। যেমন করে তিনি শত বাধা, শত প্রতিকুলতা অতিক্রম করে এত বড় হয়েছেন। ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে নিজের যােগ্যতা প্রমাণ করার জন্য এক ধরনের জেদ চেপে বসেছিল। আমার মনে হয়েছিল কাজ দিয়েই প্রমাণ করতে হবে নিজের সাফল্য। তাই আমি পুরােদমে লেখালেখি শুরু করি। একবার লিখি। পড়ার পর মনে হয় ভাল হয়নি। তারপর আবার লিখি। এভাবে কত কাগজ যে লিখে লিখে নষ্ট করেছি তা বলতে পারবাে। আমি তরুণ প্রজনাের জন্য অনুপ্রেরণা যােগাতে চাই, কারণ হয়তাে বা তরুণদের সাহায্যের প্রয়ােজন। তাই আমি এই বইটি লেখার প্রয়ােজন বােধ করি। আর এই বইটি প্রকাশ করতে আমাকে কম ঝক্কি পােহাতে হয়নি। এমন আনকোরা লেখকের বই কে পড়বে। কোন প্রকাশকও আমার এই বই প্রকাশে আগ্রহ দেখায়নি। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বইটি প্রকাশ করলাম। বইটি পড়ে যদি আপনার আত্মবিশ্বাস বেড়ে যায় তাহলে আমি মনে করবাে আমার লেখা, আমার পরিশ্রম স্বার্থক। আপনার জন্য রইলাে আমার শুভ কামনা। বিশ্বাস ফজলুল হক।