প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কবির কল্লোল
কবির কল্লোল মূলত একজন মানুষ। কবিতায় তার জন্ম, কবিতাই তার হোমটাউন। তিনি মানুষ পছন্দ করেন। মানুষই তার উপাসনা। মানুষের হাসি, মানুষের বেদনা, এমনকি মানুষের ঘৃণা খেয়েই বেঁচে থাকেন তিনি। আরও কিছুদিন বেঁচে থাকবেন, এই প্রত্যাশায় প্রতিদিন কবিতা লিখে যান। শব্দসন্তের মতো ডুবে থাকেন ধ্যানে। কবিতার সম্মোহনী আলোয় পাঠকের সামনে শব্দসৌন্দর্যে তুলে ধরেন জীবন ও যাপনের বিবিধ বাস্তবতা। জাগতিক অস্থিরতা এবং মানব মনের গভীর রসায়ন তার কবিতায় জারিত হয় সুনিপুণভাবে। অধ্যাবসায় এবং নিবিড় সাধনাবলে তরুণ এই কবি বাংলা কবিতায় ক্রমশ নিজস্ব ছাপ রেখে চলেছেন।