প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল মালীক ফারুক
আবদুল মালীক ফারুক। মুক্তির প্রত্যয় ও চেতনার দীপ্তিতে বাঙলার মাটি ছুঁয়ে শপথ করে যে কিশোর- স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলেন। মনস্বিতাগুণে যার পরিচিতির ব্যাপ্তি অনেক। ইতোমধ্যে পাঠকপ্রিয় তার গল্পগ্রন্থ 'শূন্যতার পোড়ো বাঁশী', 'জোছনায় জীবন স্পন্দন'। সাম্যবাদী বিশ্বাসে বড় হওয়া আপন জীবনের মতোই তার অনেক লেখা এখনো অগ্রন্থিত রয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার বর্ণনার নিজস্ব মলাটের ভেতর এক অসাধারণ বহুমাত্রিক মেধার উপস্থাপন করেছেন। যুদ্ধকালীন দেশের চিত্র উঠে এসেছে। যা অনেকটা যুদ্ধ জীবনের নিবিড় পাঠ বলা যায়। লেখকের সাবলীল লেখনি পাঠককে ছুঁয়ে যাবে। এই বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন বড়দেশ গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী রাবিয়া বেগম এবং তিন কন্যা মহুয়া তাবাসসুম মৌরি, অমৃতা তাবাসসুম চৈতী, নন্দিতা তাবাসসুম দীপ্তিকে নিয়ে তার সংসার।