প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সুদীপ্ত ভৌমিক
Subipta Bhawmic আধুনিক বাংলা নাট্যকার হিসেবে সুদীপ্ত ভৌমিক এখন এক পরিচিত নাম। অভিবাসী জীবনের সুখদুঃখ, দ্বন্দ্ব-অভিঘাতের কাহিনি সুদীপ্তর নাটকের মূল উপজীব্য। ডায়াস্পোরা থিয়েটারে এই মৌলিক অবদানের জন্যই সুদীপ্তর নাটক আজ কেবল মঞ্চেই নয়, নাট্য-গবেষকদের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কলকাতা এবং আমেরিকার নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সুদীপ্তর নাটক। সুদীপ্তর নাটকের প্রথম সংকলন ‘নাট্য সমগ্’ প্রকাশিত হয় ২০১০ সালে। দ্বিতীয় সংকলন ‘অজ কাহিনি’। শুধু বাংলা ভাষাতেই নয়, ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল প্রভৃতি নানান ভাষায় অনূদিত হয়ে মঞ্চস্থ হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। নিউ ইয়র্ক, নিউ জার্সির মূলধারার থিয়েটারেও প্রযোজিত এবং প্রশংসিত হয়েছে সুদীপ্তর নাটক। শুধু নাট্যকার নয়, একজন বিশিষ্ট নাট্যাভিনেতা, নাট্যনির্দেশক হিসেবেও সুদীপ্ত সুপরিচিত। থিয়েটারের নানান বিষয়ে পাঠ দিয়েছেন শাঁওলি মিত্র পরিচালিত পঞ্চম্বেদ চর্যাশ্রমে। শিক্ষালাভ করেছেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, মোহিত চট্টোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিদের কাছে। বাদল সরকারের কাছে লাভ করেছেন থার্ড থিয়েটারের পাঠ। নাটক রচনার অনুপ্রেরণা পেয়েছেন শ্রী অশোক মুখোপাধ্যায়ের কাছে। অভিনয় নির্দেশনা ও নাট্যরচনার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০১২ সালে নিউ ইয়র্কের বঙ্গ সংস্কৃতি সংঘ দিয়েছে ‘বাংলা ভাষার বিশিষ্ট সেবা পুরস্কার’। বেঙ্গল ফাউন্ডেশন অফ আমেরিকা দিয়েছে আমাদেরই একজন’ সম্মান। ২০১৫ সালে কলকাতায় পেয়েছেন ভাষানগর পুরস্কার। সুদীপ্ত উত্তর আমেরিকার ড্রামাটিস্ট গিল্ডের’ পূর্ণ সদস্য। কর্মজীবনে সুদীপ্ত একজন সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার। আইআইটি খড়গপুর থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি লাভ করে সুদীপ্ত এখন উত্তর আমেরিকার নিউ জার্সি রাজ্যের বাসিন্দা। থিয়েটারের বাইরে সুদীপ্তর পরিচয় একজন কার্টুনিস্ট, ব্লগার এবং পডকাস্টার হিসেবে।