প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুস্তাফিজুর রহমান নাহিদ
মুস্তাফিজুর রহমান নাহিদ মূলত সাংবাদিক। নাট্যকার হিসেবেও তার পরিচিতি রয়েছে। সাহিত্যের হাতেখড়ি কবিতা দিয়ে। উপন্যাস, কবিতা, গল্প, গান, ছড়া যখন যেটা মনে আসে, লিখতে ভালোবাসেন। আজকের কাগজে গল্প প্রকাশের মধ্যে দিয়ে তিনি পাঠকের কাছে আসেন। ‘পঞ্চনরক’ উপন্যাস দিয়ে পান জনপ্রিয়তা। ‘দাহকাল’ উপন্যাসও পাঠকপ্রিয়তা পায়। এছাড়া ‘মানুষ মাশরাফি’ ‘ভূত ধরার কৌশল’ ‘মাশরাফির দেশে ক্রিকেটার ভূত’ ‘সুখমহল’ ‘ভূতের অঙ্ক পরীক্ষা’ গ্রন্থগুলো পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। লিখেছেন দৈনিক জনকণ্ঠ, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর, দৈনিক সংবাদ, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক বর্তমান, দৈনিক বাংলাদেশ সময়, মৌচাকে ঢিলসহ প্রধান সারির দৈনিকগুলোতে। তার জন্ম নড়াইল জেলার নাকশী গ্রামে। পিতা : আব্দুল হামিদ ফকির, মাতা : রিজিয়া বেগম। তিনি শৈশবে মা এবং ২০১২ সালে বাবাকে হারান। আট ভাই বোনের পরিবারে তার অবস্থান ষষ্ঠ। লেখাপড়ার হাতেখড়ি নাকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর পর পড়ালেখা করেছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী সময়ে পড়াশোনা করেছেন আইন বিষয়ে। অবসর পেলেই লেখালেখিতে মনোনিবেশ করেন। পছন্দের তালিকায় রয়েছে বইপড়া আর গান শোনা। ভালোবাসেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। বন্ধুদের তালিকায় সবার আগে স্থান নিজের ভাই বোনের। সাংবাদিকতা আর লেখালেখি নিয়ে বর্তমান সময় পার করছেন তিনি। [email protected]