প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবুবকর মোল্লা
আবুবকর মোল্লা তারুণ্য চেতনায় অফুরন্ত প্রাণের সঞ্চার ঘটিয়ে নিরন্তর ছুটে চলা একটি নাম আবু বকর মোল্লা, তিনি ১৯৭৭ সালের ২০ জুলাই রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানাধীন ভটখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পিতামাতার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। পিতা মো. গেহের আলী মোল্লা, মাতা মোছা. জামেনা বেগম। তিনি পিতা মাতার চতুর্থ সন্তান। ১৯৯৬ সালের ২৯ জুন তিনি মৌলিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে হাজির হয়ে সফলতার সাথে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ১৯৯৭ সালের ১০ জানুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। চাকুরীর পাশাপাশি তিনি উপন্যাস, ছোট গল্প এবং কবিতা লেখার কাজটি সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রকাশিত উপন্যাস-'সিঁড়িঘর', 'তিমির রাত্রি', ছোট গল্প-'সেই তুমি এলে', 'অভিমানি যুথিকা', 'কলেজ চত্বর' এবং 'অপেক্ষা', কাব্যগ্রন্থ-"গণ জাগরণ মঞ্চ থেকে বলছি" এবং "কাব্য ধারায় বঙ্গবন্ধু", নাটক- 'সেই তুমি এলে' ও 'শেষ চিঠি', উপন্যাস-'অবশেষে তুমি' এবং 'চৈতির বিয়ে' প্রকাশের পথে।