Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Aksadur Rahman books

followers

আকছাদুর রহমান

আকছাদুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার মেহেরপুর সদরে। বাবা মো. আব্দুল মুছাব্বের বিশ্বাস। মা মোছাম্মৎ আফরোজা বেগম। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স ও মাস্টার্স করেছেন। পরবর্তী সময়ে আইবিএম এইচ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তারও পরে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন। সফটওয়্যার কোডিং, পরিকল্পনা, ডিজাইন, কাস্টমাইজেশন, বাস্তবায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। Python, C, C++, C# Net, SQL সার্ভার, ভিজ্যুয়াল বেসিক এবং ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনের জন্য ASP.Net PHP, MySQL, HTML5-এ বিশেষায়িত। এ ছাড়াও ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যালগরিদম, UML ডাইয়াগ্রাম ও সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এ বিশেষ পারদর্শী। ফিন্যান্সিয়াল, ব্যাংকিং, সেলস ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট এবং হাসপাতাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ইত্যাদি অ্যাপ্লিকেশনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। প্রজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজারসহ লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, QA ইঞ্জিনিয়ার ও সাপোর্ট স্পেশালিস্ট পদে দীর্ঘ সময় ধরে ইজেনারেশন, ডেটাবিজ সফটওয়্যার, মিডিয়াসফট, আখতার গ্রুপ, HRC টেকনোলজি লিমিটেড, ISN ইত্যাদি কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালট্যান্সির পাশাপাশি ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের ওপর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ (UIU) বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) ও অন্যান্য কোর্সে শিক্ষকতা করছেন। শৈশব থেকেই লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন ও সেবামূলক কাজের সঙ্গে জড়িত। তিনি একজন স্কাউট। ১৯৯৪ সালে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে "প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন। 'সবার জন্য পাইথন' লেখকের কম্পিউটার ও টেকনোলজি বিষয়ে লেখা প্রথম বই। এর আগে বিভিন্ন পাবলিকেশন থেকে ছোটদের জন্য লেখা লেখকের বেশ কিছু ছড়া ও গল্পের বই প্রকাশ পেয়েছে।

আকছাদুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 8 of 8 items)

Recently Viewed