প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুল গফফার খান
কবি আব্দুল গফফার খানের মূল নাম মোঃ আঃ গফফার খান। ২৮ আগস্ট ১৯৭৪ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন সুবিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ জাফর আলী খান, মাতা লুৎফুননেছা পুষ্প। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও বরিশাল ল'কলেজ থেকে ২০০০ সালে এলএলবি ডিগ্রি লান্ড করেন এবং ছোটবেলা থেকেই ছোট গল্প, কবিতা লেখালেখি করতেন। বিভিন্ন পত্র পত্রিকা ছোট কাগজ ও ম্যাগাজিনে তার লেখা কবিতা, গল্প প্রকাশিত হয়ে আসছে। ইতোপূর্বে তার তিনটি একক কবিতাগ্রন্থ প্রকাশিত হয়- প্রিয় তুমি (২০০৯), হৃদয়ের গান (২০১৬), মন ছুঁয়ে যায় (২০১৬), এ ছাড়াও অনেক যৌথ কবিতার বইয়ে তার লেখা প্রকাশিত হয়েছে। একুশে বইমেলা, ফেব্রুয়ারি-২০১৭ এ কাব্যগ্রন্থ 'দিগন্ত ছুঁয়েছে আকাশ' প্রকাশিত হলো এবং 'প্রিয় তুমি' কাব্যগ্রন্থ পাঠক চাহিদার কারণে নতুন মলাটে দ্বিতীয় সংস্করণ বের করা হলো। তিনি ১৯৯৫ সনে তার নিজ গ্রামে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীয় উন্নয়নের লক্ষ্যে 'ভিলেজ এন্ড সিটি ডেভলপমেন্ট সোসাইটি-ভিসিডিএস' নামক একটি উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে লেখালেখির পাশাপাশি উক্ত সংস্থাটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে স্থায়ীভাবে বরিশাল জীবনানন্দের শহরে উত্তর সিএন্ডবি রোড এলাকায় নিজ বাসভবন 'নিমন্ত্রণ'-এ বসবাস করেন। ব্যক্তি জীবনে স্ত্রী রুবিনা আক্তার রুবী, এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। পুত্র রাকিব হাসান খান ও দুই কন্যা তানজিলা লাবণ্য ও তাসমিয়া প্রভা।