প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ নূরুল ইসলাম
মোহাম্মদ নূরুল ইসলাম ১৯৭৫ সালের ৩১ মে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত মোহাম্মদ মকবুল হুসেন এবং মা ফাতেমা বেগম। শৈশব ও কৈশোর কেটেছে নিজ গ্রামের আলো-বাতাসে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া পড়াশোনা করেছেন পশ্চিম ভাদৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে। । দীর্ঘ ২২ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত চাকরিজীবনে প্রথম আলো, যায়যায়দিন, ঢাকা টাইমস, জাগরণসহ বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিকী ও প্রকাশনা সংস্থায় কাজ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত ও বহির্বিশ্বে সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র 'ঠিকানা'র অনলাইন-প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি একজন কলাম লেখকও। 'বাংলা বানান ও প্রুফ সংশোধনের কলাকৌশল' লেখকের প্রথম বই। লেখালেখি ছাড়াও ভ্রমণ করা এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন। দুই ছেলে ও এক মেয়ের জনক মোহাম্মদ নূরুল ইসলাম বর্তমানে সপরিবারে ঢাকায় বসবাস করছেন।