প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সাইফ জাহিদ
আমি সাইফ জাহিদ বাবা সালেহ উদ্দিন। মাতা সাফিয়া খাতুন। জন্ম নোয়াখালী জেলার শহরে। ১৯৮০ সােল ৩০ জানুয়ারি বুধবার, খুব ভোরে জন্ম আমার । ওই ভোরে আমার চারপাশে কেউ পাখির ডাক শোনেনি। কান্নার আওয়াজে। সেই কান্নার আওয়াজ থামছিল না। আমাকে গোসল করানো হলো । এ কোল থেকে ও কোল হচ্ছিলাম। সোনা বাবু, জাদু বাবু বলে সবার মধ্যে কান্না থামানোর চেষ্টা। তা-ও আমার কান্না থামছিল না। সবাই ঘাবড়ে গিয়েছিলো এই কান্না থামছে না। কেন । শুনেছি, আমার মা আমাকে বুকের ভেতর ঢুকিয়ে কী যেন বলছিলেন। আমার কান্না থেমে গিয়েছে। সবাই হাঁফ ছেড়ে বেঁচেছে! নোয়াখালীর সুন্দর এক রাস্তার শহরে আমি বেড়ে উঠেছি। বন্ধু ও আডডা প্রিয় বেশ। স্বপ্ন দেখতে পছন্দ করি। আমার স্বপ্নরা ঘুড়ির মতো ওড়ে। দেখতে অনেক সুন্দর। কিন্তু নাটাইটি আমার হাতে নেই।