Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abu Bokor books

follower

আবু বকর

আবু বকর (কষ্ট কবি) সাহিত্য জগতের এক দুর্দান্ত প্রতিভাবান যুবক। জন্ম ০১/০২/১৯৮৮ ইং সন। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর (বিক্রমপুর) থানাধীন, আটপাড়া ইউনিয়ন বাড়ৈগাঁও গ্রাম, কবি হত দরিদ্র সাধারণ মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। মাতা জমিলা বেগম, পিতা আপ্তাজ উদ্দিন বেপারী। চির দুঃখিনী পিতা-মাতা দুজনেই দানব ক্যান্সার রোগে অকালেই মৃত্যু বরণ করেন। কবি পরিবারে তিন ভাই ও এক বোন। ভাইদের মধ্যে কবি মা-বাবার ছোট ছেলে। কবি প্রশিকা বাড়ৈগাঁও উপানুষ্ঠানিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন ১৯৯৯ ইং সনে। শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা মানবিক শাখায় ২০০৭ ইং সনে এস.এস.সি পাস করেন। ২০১০ ইং সনে সরকারী শ্রীনগর কলেজ মৰিবিক বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইচ.এস.সি পাস করেন। কবি শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কবি ছোট বেলা থেকেই শান্ত, সভ্য, সৎ, কর্মঠ শিল্পী সাহিত্যিক মনের অধিকারী ছিলেন। ভাগ্য, অর্থ শঙ্কর সাথে যুদ্ধ করতে গিয়ে শিক্ষা ও ব্যক্তি জীবনে বার বার বাধা বিপর্যস্ত হন। রাজনৈতিক জীবনে বহু বিড়ম্বনার শিকার হন। ২০১১ ইং সনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার) চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হন। পরবর্তীতে ঢাকা আর্ট কলেজ (ধানমন্ডি) তে ভর্তি হন এবং পড়াশুনা শুরু করেন। এ অবস্থায় মায়ের ক্যান্সার রোগের অর্থ, রক্ত, সেবা, শ্রম যোগান দিতে গিয়ে কবির শিক্ষা অর্জন আবারও ক্ষতির সম্মুখীন হন। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য আবৃত্তি চর্চা, অধিক সমপিত ও চিত্রাংকন বিষয়ে বাংলাদেশ সরকারি শিশু একাডেমী থেকে প্রশিক্ষণ বহু সার্টিফিকেট ও পুরস্কারে ভূষিত হন। ২০০৩ সন হতে আমাদের বিক্রমপুর সাপ্তাহিক পত্রিকায় লেখালেখি করে সাংবাদিকতার যোগ্যতা অর্জন করেন। এছাড়া ঢেউ ত্রি-মাসিক পত্রিকায় ও ম্যাগাজিনে লেখা ও বহু কবিতা প্রকাশিত হয়েছে। অভিরাম দুর্বার সংগ্রাম শিক্ষা অর্জন কবি ব্যক্তি জীবনে বড় হওয়ার জন্য আমরণ পরিশ্রম করেছেন যেমন: ২০১১ ইং সনে নিটা জাতীয় যুব উন্নয়ন থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ডিপ্লোমা কোর্সে সার্টিফিকেট লাভ করেন। ২০১২ সনে কোরিয়ান ভাষা শিখেন। ২০১২ ইং সন হতে বহু কোচিং ও স্কুলে চিত্রাংকন শিক্ষকতা করে আসছেন। বর্তমানে Manchester English of School এবং রং তুলি আর্ট স্কুলে (ওয়ারি ঢাকা) চিত্রাংকন শিক্ষকতা করছেন। এছাড়া কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনে ব্যস্ত আছেন। মনের তৃষ্ণায় কবি বডি বিল্ডিং ফিটনেস নিউ পাওয়ার জিম (ঢাকা) জিমেরপ্ত আছেন। একটি 'বন্ধু' টেলিফ্লিম ও মডেলিং এর কাজ করেছেন। ঢাকা আর্ট থিয়েটারে মঞ্চ নাটকে প্রশিক্ষণ ও অভিনয় করে চলেছেন। এছাড়াও কবি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সদস্য। বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের দপ্তর সম্পাদক। কবি স্বরচিত প্রথম একক কবিতার বই (আত্মহত্যা) লিখে প্রকাশ করেছেন। এ প্রেক্ষাপটে কবি ঢাকায় নির্বাসন ও বৈরিক একাত্ব জীবন অতিবাহিত করছেন।

আবু বকর এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed