প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সৈয়দ আশরাফুল হক
কবির জন্ম ১৯৪২ সালে বাগেরহাট জেলায়। গ্রামের নাম সৈয়দমহল্লা। তিনি পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ছিলেন। তিনি ভূপতি ও ইসলামি চিন্তাবিদ সৈয়দ আজিজ উদ্দিনের (গুয়েমিয়ার) কৃতিপুত্র প্রখ্যাত আরবী ফারসী পণ্ডিত সৈয়দ সৈয়দউদ্দিনের (মুন্সী সাহেব/ওস্তাদজী) প্রপৌত্র। মুন্সী সাহেবের হাতে লেখা কোরান শরীফ প্রখ্যাত সমাজসেবী এস, এ, ওয়াহেদ সাহেবের কাছে রক্ষিত ক্ত বাবা সৈয়দ মনওয়ারুল হক। ছিলেন সমবায় বিভাগের কর্মকর্তা। মা আনােয়ারা খাতুন খুলনা জেলার শায়ামকসবার বিখ্যাত মােল্লা পরিবারের মেয়ে। কবিরা তিন ভাই এক বােন। কবি সৈয়দ পানাউল হক তার অগ্রজ। সলেখক সৈয়দ আতাউল হক তার অনুজ কবিপত্নী ডি, এ, নারগিস। বীরভূম জেলার আদ্ভুয়া গ্রামের মেয়ে। কবির এক ছেলে ও দুই মেয়ে। পুনা ইউনিভার্সিটির কৃতি ছাত্র তার পুত্র সৈয়দ তানভীর আয়াজ বর্তমানে রাডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসে কর্মরত আছেন। লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজের পত্নী ঈশিতা সারওয়াৎ কবির বড় মেয়ে। মেজর নাজমুল হকের পত্নী স্টাইলগুরু হুমায়রা সারওয়াৎ তার কনিষ্ঠ মেয়ে।। ১৯৬৫ সালে খান আতাউর রহমান ও সৈয়দ মহীদুল ইসলামের অনুপ্রেরণায় কবি চলচ্চিত্র শিল্পে জড়িয়ে ছিলেন। মঞ্চে অভিনয়েও তার দক্ষতা ছিল উল্লেখযােগ্য। ২০১০ সালে বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব পরিষদ, ঢাকা, তাকে সাবেক মুখ্যমন্ত্রী আবুল হােসেন সরকার স্মৃতিপদক ১০ এ ভূষিত করেন। অবসর জীবনে তিনি গ্রামের বাড়িতে থেকে লেখালেখির কাজে ব্যাপৃত আছেন।