প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুশাররাফ করিম
জন্ম ৯ জানুয়ারি, ১৯৪৬ খ্রিস্টাব্দ। ময়মনসিংহ শহরে, মাতুলালয়ে। শৈশব-কৈশাের এবং যৌবনের একাংশ কেটেছে ব্রহ্মপুত্র নদের ধারে। ময়মনসিংহ শহরেই। এম. এ (বাংলা) প্রথম পর্ব। উত্তীর্ণ হয়েই ইতি টেনেছেন শিক্ষা জীবনের। অভিজাত পরিবারের সন্তান হয়েও জীবনে বিচিত্র সব পেশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। শম্ভুগঞ্জের পেট্রোল পাম্পের সেলস বয় হিসেবে কর্মজীবনের সূচনা। এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন কিছুদিন। সাবানও বিক্রি করেছেন যাদব লাহিড়ী লেনে বসে। এক কলেজে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। আবার পেশা বদল । সম্পৃক্ত হন সাংবাদিকতায়। প্রথমে ঢাকার একটি জাতীয় পত্রিকা দৈনিক দেশ'-এ। পরে দৈনিক দিনকাল'-এ। বর্তমানে এই কাগজেই যুগা বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ষাট দশকের প্রথমার্ধে। কাব্য রচনার সূত্রপাত। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা সাত। শিশু-কিশাের উপন্যাস। ‘কোকাকাকা’, ‘লেবেনডিশ’, ‘ছক্কামামার গালগল্প, ‘বােগাস ভূত’, ‘গু ফর নাতিন', আগুনের জ্বিন', ‘শিহাবের যত কাণ্ড’, ‘নিঝুমপুরের পােড়ড়াবাড়ি', নীলগঞ্জের ভূত’ ও ‘টম সাহেবের অদ্ভুত বাড়ি' পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও রয়েছে। বড়দের জন্যে রচিত প্রথম বৃষ্টি। পূর্বপুরুষগণ’ তাঁর দীর্ঘ উপন্যাস। ময়মনসিংহ নাগরিক সংবর্ধনা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সংবর্ধনা, পূরবী স্বাধীনতা পদক, জিসাস সাহিত্য পুরস্কার, রূপালী তারার মেলা শিশু পুরস্কার, ময়মনসিংহ প্রেসক্লাব পদক, সময় নৃত্যকলা একাডেমী পুরস্কারসহ আরাে খ্যাত-অখ্যাত পুরস্কার লাভ করেছেন। বিদেশ সফরের মধ্যে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ভ্রমণ করেছেন। স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তান নিয়ে সুখে-দুঃখে জীবন কাটছে।