প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ আলী খান
ড. মােহাম্মদ আলী খান। মা : সুফিয়া বেগম। বাবা : মরহুম ইজ্জত আলী খান স্ত্রী : বেগম খুরশীদ সােলায়মান পুত্র : তানভীর মােহাম্মদ খান। পুত্রবধু: সুলতানা পারভীন প্রিয়াংকা দাপ্তরিক জন্ম তারিখ: ০৮.১০.১৯৫৮ এসএসসি (১৯৭৪), এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গােপালগঞ্জ; এইচএসসি (১৯৭৬) ঢাকা কলেজ, ঢাকা; বিএসএস সম্মান (১৯৮০) এমএসএস (১৯৮১) (সমাজকল্যাণ), ঢাকা বিশ্ববিদ্যালয়; এম. ফিল (২০০০) (সােশ্যাল চেঞ্জ/ ডেভেলপমেন্ট স্টাডিজ), NTNU-Norway; পিএইচডি (২০১১) ঢাকা বিশ্ববিদ্যালয় পেশা : কবি-লেখক-গবেষক/ | অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রকাশিত গ্রন্থ : ৫৯। প্রিয় রং : নীল, প্রিয় ফুল : রজনীগন্ধা পুরষ্কার : মরমী কবি রাধারমণ দত্ত’ বইয়ের (২০০৬) জন্য বাংলাদেশ শিশু একাডেমীর ‘অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার', সমগ্র সাহিত্যের জন্য নির্ণয় স্বর্ণপদক’, ‘নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতিপদক', শিশুতােষ গবেষণার জন্য সূফী মােতাহার হােসেন সাহিত্য পুরস্কার, নােরাড ফেলােশীপ নেটওয়ার্ক এওয়ার্ড, কবি সিকান্দার আবু জাফর সাহিত্য পদক (২০১৬)।