প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
পূর্ণেন্দুকান্তি দাশ
পূর্ণেন্দুকান্তি দাশের জন্ম ১৯৪৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি। বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। সিলেট শহরের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ থেকে রসায়ন বিষয়ে অনার্স নিয়ে তিনি বিএসসি এবং একই বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৭০ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর থেকে আগরতলার মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রায় তেত্রিশ বছর শিক্ষকতা করে ২০০৩ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি অবসরগ্রহণ করেন। কিছুকাল তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও পড়িয়েছেন। শিক্ষক-জীবনের সাফল্যের জন্য ২০০৩ খ্রিস্টাব্দে ত্রিপুরারাজ্য সরকার তাঁকে 'আদর্শ শিক্ষক' হিসেবে সম্মানিত করেছে। শিক্ষক-জীবন থেকেই তিনি বিজ্ঞান-আন্দোলনের সঙ্গে যুক্ত। দীর্ঘকাল 'ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি'র সাধারণ-সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞানের নানা বিষয়ের ওপর চল্লিশটিরও বেশি আলোচনাসভায় বক্তৃতা দিয়েছেন। প্লুটো আর গ্রহ নয়-বামনগ্রহ মাত্র, পৃথিবীর আকাশে ধূমকেত' জগদীশচন্দ্র-ফিরে দেখা, বিষয় বিজ্ঞান, আমার কাল আমার ভুবন ও সিলেটের ওপর একটি বইসহ বারোটি গ্রন্থ তাঁর আগেই প্রকাশিত হয়েছে। তাঁর যুগে যুগে আর্সেনিকের বিষক্রিয়া নামের প্রবন্ধটি ২০০৯ খ্রিস্টাব্দে বিহার রাজ্যের শিক্ষা বোর্ডের নবম শ্রেণির পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।