প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
লুৎফর রহমান
লুৎফর রহমান ১৯৫২ সালের ১ জুন ময়মনসিংহ জেলার অধীন গৌরীপুর উপজেলার পাত্রাইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : মরহুম আব্দুর রহমান তাং, মাতা : হাবিবুন্নাহার খানম। শিক্ষা : স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বীর মুক্তিযােদ্ধা। সমাজের নিরন্তর বিকাশই তার চেতনার মূলে নিহিত। প্রকাশিত বই : ‘আকাশ অবারিত নীলের (কবিতা), স্মৃতির বেদনা এবং শূন্যতার অতল (ছােটগল্প), ধর্ম ও দর্শন’ (প্রবন্ধ), দ্বন্দ্বমূলক বস্তুবাদ’ (দর্শন), ‘নীল শাড়ি’ ও ‘রােদের আঙ্গিনা’ (গল্প),।।