প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ওয়াহিদ ইবনে রেজা
নিজেকে নিয়ে তেমন কিছু লেখার ইচ্ছা ছিল না। প্রকাশক বললেন তাতে নাকি খারাপ দেখায়। সুতরাং এই লেখাটি তাকে খুশি করার জন্য লেখা । ২০০৬ এ বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিং এর সমাপ্তি । তখনও তুমুল উন্মাদে লেখালেখি আর মঞ্চে অভিনয় চলে। হঠাৎ করেই টিভিতে অভিনয় হুমায়ূন স্যার এর নাটকে। তারপর একে একে বিজ্ঞাপন, উপস্থাপনা, অভিনয় ইত্যাদিতে টিভিতে ব্যস্ত বেশ কিছু দিন।। এর মধ্যে লেখালেখি চলেছে কবিতা, গানে, স্ক্রিপ্টে । ততদিনে বিজ্ঞাপনে কাজ করি। আর স্বপ্ন দেখি সিনেমা। বানানাের। তাই প্রায় হুট করেই কানাডার ভ্যাঙ্কুভারে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ায় ফিল্ম প্রডাকশনের উপর সেকেন্ড ব্যাচেলর করতে যাই ২০১০ এ। বর্তমানে পড়াশােনা শেষ করে প্রডাকশন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি অস্কার বিজয়ী ভিএফএক্স স্টুডিও মুভিং পিকচার কোম্পানি (এমপিসি) তে । খুব খুব ইচ্ছা ২০১৬-এর শেষে, মানে সামনের বছর বাংলাদেশে। একটি পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ।। এখন দেখি কপালে কী থাকে ।