clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Md. Abdul Karim books

followers

প্রফেসর মোঃ আব্দুল করিম

বিশিষ্ট ইতিহাস গবেষক ও গ্রন্থ রচয়িতা প্রফেসর মো. আব্দুল করিম ১৯৫১ খ্রিষ্টাব্দের ৩০ জুন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সিংগারুল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আয়েন উদ্দীন ও মাতা কাবেজান বিবি (উভয়ে মরহুম)। তিনি ১৯৬৭ খ্রিষ্টাব্দে ধামিইরহাটের ফার্সিপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক, ১৯৬৯ খ্রিষ্টাব্দে জয়পুরহাট কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যথাক্রমে বি. এ সম্মান ও এম. এ পাস করেন এবং ১৯৭৪ খ্রিস্টাব্দে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে এল.এলবি পাস করেন। পরবর্তীতে ১৯৯৯ খ্রিস্টাব্দে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রী লাভ করেন। প্রফেসর করিম প্রথমে আইন পেশায় নিয়োজিত হন। অত:পর ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি তেকে কলেজে অধ্যাপনা শুরু করেন এবং কর্মব্যাপদেশে রাজশাহী শহরের কাজলায় স্থায়ী হন এবং ২০০৯ খ্রিস্টাব্দের ২৯ জুন রাশশাহী কলেজ তেকে প্রফেসর ও বিভাগীয় প্রধানের পদ তেকে অবসর গ্রহন করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটিতে ২০০৭ থেকে ২০১৪ পর‌্যন্ত খণ্ডকালীন অধ্যাপনা করেন। প্রফেসর করিম অধ্যাপনার পাশাপাশি গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন এবং এখনও করছেন। তিনি বাংলার ইতিহাসের ওপর একজন নিবেদিতপ্রাণ গবেষক। দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর ৫০ এরও অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সেমিনার – মিম্পোজিয়ামে উপস্থাপিত হয়েছে তাঁর বেশ কিছু প্রবন্ধ। তিনি রাজশাহী বেতারের-বিশিষ্ট বেতার কথিকা রচয়িতা এবং কথক। তাঁর লিখিত ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়ে বাজারে চলছে। তাঁর বর্তমান গ্রন্থটি বিপুল তথ্যে মসৃদ্ধ এবং গবেষণামুলক রচনা।

প্রফেসর মোঃ আব্দুল করিম এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed