প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আনোয়ারা খাতুন
আনোয়ারা খাতুন এর জন্ম ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার টিকুরিয়া গ্রামে। কর্মজীবনে তিনি আইন পেশাকে বেঁচে নিয়েছেন। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ আর্তনাদ (২০২০) প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। লেখনির বিষয়-অবহেলিত সমাজের নারী ও শিশুদের নিয়ে। দীর্ঘদিন ধরে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। একাত্তরের নির্যাতিত কিশোরীদের সাক্ষাৎকার নিয়ে গবেষণা গ্রন্থ ‘একাত্তরের কিশোরী’, ২০২১, প্রকাশ করেছে শোভা প্রকাশ। তিনি বীরাঙ্গনাদের নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। প্রতিনিয়ত বাংলার একপ্রান্থ থেকে আরেক প্রান্থে ছুটে চলেছেন বীরাঙ্গনার খুঁজে। গবেষণার পাশাপাশি লিখছেন, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী। সাহিত্যের সকল শাখা বিচরণ করছেন গুণি এই লেখক। সম্পাদনা করেন, লিটলম্যাগ ‘অঙ্গজা’। তাঁর নেশা বই পড়া ও লেখা। সমাজের পিছিয়ে পড়া নারীদের টেনে তুলে বিশ্ব দরবারে সম্মান প্রতিষ্ঠা করাই তাঁর লেখার মূল উদ্দেশ্য। আজীবন লেখালেখির মধ্যে ডুৃবে থাকতে চান।