প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কাজী ফাহিম
হৃদয়ের হিরােশিমায় বিস্ফোরিত হয় সেকেন্ডে সেকেন্ডে, যখন আমার অতিকাছের মানুষগুলাে আমার সরলতাকে দুর্বলতা, ভালােবাসাকে লালসা ভাবে । নিষ্ঠুরতার জন্য পৃথিবী সৃষ্টি হয়নি । অতিকাছের মানুষগুলাে আজও আমাকে পূর্ণাঙ্গরূপে ভালােবাসতে দেয়নি। পদে পদে ভালােবাসার চেয়েও বেশি পেয়েছি নিষ্ঠুরতার পরিচয় । তবুও ভালােবাসার বিসর্জনে হৃদয়। প্রকৃতি; সমাজ; সামাজিক অসঙ্গতি; মানুষ ও মানুষের জীবন বৈচিত্র্য নিয়ে লিখতে গিয়ে বিবেকের তাড়নায় ছটফটে মরেছি বহুবার। ক্ষমতা ছিল না বাঁচবার, অক্ষমতায় চলে মরনের কারবার। অসি অপেক্ষা মসি শক্তিশালী। পড়তে পড়তে বড় হয়েও নতুন করে ভাবতে হয়, বাস্তবতার নিষ্ঠুরতা আপন চোখে দেখতে হয়। প্রিয় পাঠক-পাঠিকারা ভালােবেসে অনেক সময় অনেক প্রশ্ন করেন । উত্তর দিতে ভালােই লাগে । প্রশ্নটা যে ভালােবেসেই করেছেন। পাঠক-পাঠিকাদের প্রতি অকৃত্রিম ভালােবাসা নিয়েই বলছি, প্রশ্নের উত্তরগুলাে নিজের চিন্তাশক্তির পরিধির বিকাশ ঘটিয়ে আপন মস্তিষ্ক থেকে নিতে পারলে আপনার জ্ঞান ও দক্ষতা উভয়টাই বৃদ্ধি পাবে । আপনাদের আন্তরিকতা, ভালােবাসা ও সহযােগিতায় এই পৃথিবীর তরে এখনও বাঁচার স্বপ্ন দেখি । কবি-সাহিত্যিকদের জীবনধারা কেমন হয় জানি না। আমি ব্যতিক্রমের মাঝ থেকে বের হয়ে আসতে চেয়েছি বহুবার। তবুও রয়ে গেলাম আমি আমার মতাে। আমার খারাপের সবটুকু শুধুই আমার । ভালােলাগা ও ভালােবাসার সবটুকু আপনাদের জন্য। সফলতার গল্প না বলতে পারলেও সফলতাকে ছুঁয়ে দিতে না পারলে আপনাদের উৎসাহ ও ভালােবাসা নিতে ফিরে আসবাে বারবার।