প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
কাইয়ুম নিজামী
কাইয়ুম নিজামী জন্ম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার সাহেরআলী গ্রামে। পেশা শিক্ষকতা। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধের শুরুতে হরিণা ক্যাম্পে সংগঠক হিসেবে কাজ করেন, পরে দেরাদুনে ট্রেনিং শেষে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। OISCA International-এর সদস্য হিসেবে তিনি ১৯৮৪ সালে সাভারে অনুষ্ঠিত ৯ম এশিয়া ইয়ুথ ফোরামে অংশগ্রহণ করেন। soos G Asia Pacific N.G.O. Conference on Environment and Development-এ জাপানের কুফুকাতে যােগদান করেন। ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানািয় অনুষ্ঠিত Children and Environment Forum-এ অংশ নেন। ২০০০ সালে তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। ২০০১ সালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত Global Forum on Education for a sustainable Future-এ যােগদান করে OISA Bangladesh-এর প্রতিনিধিত্ব করেন। এছাড়া তিনি এশিয়ার বিভিন্ন দেশ সফর করেন। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশত।