প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জাকির হোসেন উজ্জ্বল
জাকির হােসেন উজ্জ্বল 'এই সময়ের জনপ্রিয় লেখক ও নাট্যকার। পিতা মােঃ আবুল হােসেন ছিলেন। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মা মিসেস জহুরা হােসেন গৃহিনী। জন্ম : ২৮মে ১৯৭৫, জন্মস্থান : খুলনা, পৈত্রিক নিবাস বিক্রমপুরে হলেও পিতার চাকরির সুবাদে শৈশব-কৈশাের কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়।। বিভিন্ন শহর, পরিবেশ আর মানুষের সাথে মিশে একে একে অর্জন করেছেন। বিচিত্র সব অভিজ্ঞতা যা তার লেখায় উঠে এসেছে বার বার। ১৯৯৫ সালে মাত্র বিশ বছর বয়সে তার প্রথম উপন্যাস ‘কেমন আছাে প্রিয়তম' প্রকাশিত হলে সর্বত্র প্রশংসীত হয়। এরপর গল্প, কবিতা, উপন্যাস তথা সাহিত্যের বিভিন্ন ধারায় তার স্বউজ্জ্বল। উপস্থিতি প্রতিয়মান। তার রচিত গ্রন্থের। সংখ্যা ৩০টি। ২০১০ সাল থেকে যুক্ত হয়েছেন টেলিভিশন নাটক রচনায়। তারই ধারাবাহিকতায় শতাধিক দর্শকপ্রিয় নাটক রচনা করে হয়ে। উঠেছেন বর্তমান সময়ে টেলিভিশন। নাটকের এক জনপ্রিয় নাট্যকার। দর্শনশাস্ত্রে এমএ করা এই লেখক বর্তমানে বসবাস করেন নারায়ণগঞ্জের জামতলায়। স্ত্রী ফারজানা ইসলাম। সােনিয়া আর একমাত্র কন্যা অপ্সরী তার মূল প্রেরণা।