শাহান আরা জাকির
শাহান আরা জাকির জন্ম: ১বৈশাখ ,পাবনা জেলায় মাতুলালয় গৌরীগ্রাম !পৈতৃক নিবাস শালগাড়িয়া,পাবনা সদর! শিক্ষা:এম এস সি (ভূগোল,ঢাকা বিশ্ববিদ্যালয়), এম সি পি (মাস্টার্স ইন কম্পিউটার প্রোগ্রাম),এক্সিকিউট্ৰেন কম্পিউটার সেন্টার,ঢাকা ! বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. তফিজ উদ্দিন আহমেদ (বি সি এস ,স্বাস্থ্য)!মা বেগম ডলি আহমেদ ,সহযোগী মুক্তিযোদ্ধা!পিতৃকূল ও মাতৃকুলের বংশের বড় সন্তান!স্বামী মুক্তিযুদ্ধে অবদান এর জন্য জাতীয় পদক ও রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার মরণোত্তর স্বাধীনতা পদক,2018 প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা,স্বনামধন্য লেখক,গবেষক ও বেতার নাটকের কিংবদন্তি নাট্যকার ও প্রযোজক কাজী জাকির হাসান (চন্দন)! ষাটের দশকে একেবারেই শিশুকালে স্কুলের দেয়াল পত্রিকায় ছড়া লেখার মাধ্যমে লেখালেখির সূচনা!এরপর নিজ প্রচেষ্টায় জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ এ খেলাঘর এর সদস্য হয়ে শিশুতোষ ছড়া লেখার চর্চা!তিনি শিশুদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেন! স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়াকালিন বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয়! এরপর দীর্ঘ পথ পরিক্রমণের পর 2005 সালে তার প্রথম গল্পগ্রন্থ "কোন সুদূরে নিবাস তোমার" প্রকাশিত হয়!তিনি একাধারে গল্প,কবিতা, শিশুতোষ ছড়া ও গল্প,প্রবন্ধ,ভ্রমণকাহিনী ও গবেষণাগ্রন্থ লিখে থাকেন! বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিন এ তার লেখা প্রকাশিত হয়! তার লেখার প্রধান উপপাদ্য বিষয় হলো -- বাংলাদেশের মানুষ ও তাদের সামাজিক প্রেক্ষাপট ও বাঙালির যাপিত জীবনের অমিয় প্রবাহ!তার লেখায় মুক্তিযুদ্ধের বিষয় এক অন্যরকম আবহ তৈরি করে! প্রকাশিত গ্রন্থ ৪০টি ! উল্লেখযোগ্য গ্রন্থ : শিশুতোষ :ষড়ঋতুর বাংলাদেশ(ছড়া- 2009),আমার খোকন ছোট্ট যখন(গল্প-2009), রঙতুলিতে বৰ্ণমালা(ছড়া-2009), কাটুম কুটুম কাঠবিড়ালি(ছড়া-2010), নানারঙের ছবি আঁকি(অঙ্কন-2012 ও 2020 দ্বিতীয় প্রকাশ),সাতরঙা এক পাখি (গল্প-2014),ছড়ায় গাঁথা রূপকথা(ছড়াগল্প- 2014),ছড়ার ভেলায় যাই ভেসে(ছড়া-2015),জ্ঞানে বিজ্ঞানে (বিজ্ঞান-2015),জ্বীন পরীদের গল্প(2916),পিঁপড়ের চাকরি ছাটাই(গল্প-2018), বিজ্ঞান ও ধাঁধাঁ(2019), রঙ্গ রসের হাঁড়ি(কৌতুক-2019), ছড়ায় ছড়ায় বর্ণমালা(ছড়া,-2020), ছড়া এক ঝুড়ি(ছড়া-2020), শ্রেষ্ঠ আমার মা (মাকে নিয়ে ছড়া-2020),কোন তারাটি তুমি বাবা(বাবাকে নিয়ে ছড়া-2021),পীর আউলিয়ার গল্প (সত্য ঘটনা অবলম্বনে-2021), রূপকথার গল্প(2021), বিচিত্র ভুবন(2021)! উপন্যাস : কে তুমি দূরের সাথী-2009,বিবর্ণ বসন্ত -2013,শাপলা ঢাকা জলকন্যা -2015,নীল পাহাড়ের চূড়ায় -2021 ! গল্প : কোন সুদূরে নিবাস তোমার -2006,একাত্তরের দিনে -2015 ! কবিতা : হাত ধরে সখা-2006,নির্বাচিত কবিতা -2021 ! ভ্রমণ কাহিনী؛ নীলাম্বরী অস্ট্রেলিয়া-2021, মুগ্ধচোখে ভারত ভ্রমণ-2021, যা দেখেছি আমার দেশে -2021 ! গবেষণা : পাবনার কিংবদন্তি সুচিত্রা সেন -2014,বাঙালির ঐতিহ্য ও যাপিত জীবন-2017,মহাকাব্যের অমরগাঁথা জাতির পিতা বঙ্গবন্ধু-2019,বিজয়লক্ষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা-2021,বাংলাদেশে বেতার নাটকে নারী ব্যক্তিত্ব-2021 ! বহুমুখী প্রতিভার অধিকারী শাহান আরা জাকির বাংলাদেশ বেতার এর একজন তালিকাভূক্ত গীতিকার,নাট্যকার, নাট্যশিল্পী ও নাট্য পরিচালক এবং টিভি নাট্যকার ও গীতিকার ! বেতারে প্রচারিত তার মৌলিক ও নাট্যরূপ মিলিয়ে রচিত ও প্রযোজিত জীবন্তিকা ও নাটকের সংখ্যা শতাধিক ! রচিত উল্লেখযোগ্য নাটক : পরান বন্ধুয়া (বেতার ও টিভি ),সিন্ধু বিজয় ,ডাক হরকরা,রবিবার,মেঘমহল,কালো নেকাব,আলোকিত অঙ্গন,কোন সুদূরে নিবাস তোমার,নীলকণ্ঠ নীলিমা,স্বাদ,আলোকিত জীবন! প্রযোজিত উল্লেখযোগ্য নাটক : বিচার,থেমে নাই জীবন,সাপখেলা,জিতু এবং প্রমোদ সরকারের মৃত্যু,মোহন দুঃখের দ্বার,অন্তর্ধান,কোন সুদূরে নিবাস তোমার ,লকেট,পাবনা রাজশাহী এক্সপ্রেস,আলোকিত জীবন,স্বাদ,অন্যরকম ভালোবাসা! শতাধিক নাটকে অভিনয় করেছেন ! তার লেখা গানের দুটি ভিডিও সিডি "ঐ দুটি চোখে" এবং "সেই কালরাত্রির শেষ প্রহরে"বেতার ও টিভি তে শ্রোতা ও দর্শকদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে ! এ ছাড়াও তিনি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান "অঙ্গনা","আলোকিত নারী", "আমার দেশ" "কিষান বধূ",অনুষ্ঠান এ সাক্ষাৎকার গ্রহণউপস্থাপনা ,স্বরচিত পাণ্ডুলিপি পাঠ এবং কৃষি বিষয়ক আঞ্চলিক লাইভ প্রোগ্রাম "সোনালী ফসল এ নিয়মিত অংশ গ্রহণ করে থাকেন! তিনি একজন নান্দনিক আবৃত্তিকার ও উপস্থাপক! এছাড়া তিনি বাংলাদেশের অন্যতম প্রকাশনী প্রত্যয় প্রকাশন এর স্বত্বাধিকারী! পুরস্কার ও সম্মাননা : 1.বাংলাদেশ লেখিকা সংঘের উন্নয়নমূলক কাজে সহযোগিতার জন্য সম্মাননা ক্রেস্ট ---2010 ও 2012, 2.উতল হাওয়া ,পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘর,কলকাতা,ক্রেস্ট (সাহিত্যে অবদান)---2014, 3.জীবনানন্দ সভাসদ,কলকাতা,ক্রেস্ট(dসাহিত্যে --2014, 4.মহানগর গঙ্গা নন্দিনী,পশ্চিমবঙ্গ,ভারত,ক্রেস্ট (সাহিত্যে)--2014, 5.উতল হাওয়া ভারত-বাংলাদেশ সংস্কৃতি উৎসব,পশ্চিমবাংলা, কলকাতা ,ক্রেস্ট (সাহিত্যে)-2014, 6.ফুলেশ্বরী নন্দিনী,শিলিগুড়ি,ভারত,ক্রেস্ট (সাহিত্যে)---2014, 7.হুগলি নন্দিনী ,হুগলি,ভারত ক্রেস্ট (সাহিত্যে)-2014, 8.সুবর্ণরেখা নন্দিনী,জামশেদপুর,ভারত ক্রেস্ট (সাহিত্যে)--2014, 9.বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ,সম্মাননা ও ক্রেস্ট(সাহিত্যে)--2015, 10.দিগন্তধারা সাহিত্য পুরস্কার--2017 11.মহান মে দিবস সম্মাননা ক্রেস্ট(গবেষক হিসেবে অবদান)-2017, বাংলাদেশ ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশান, 12.আলোকিত নারী সম্মাননা ক্রেস্ট(বিশিষ্ট নাট্যশিল্পী ও নাট্যকার হিসেবে)-2017, 13.নন্দিনী সাহিত্য পদক (সাংগঠনিক,নাট্যকলা ও সাহিত্যে)--2018, অন্যান্য সংগঠনের সাথে সম্পৃক্ততা: 1.প্রতিষ্ঠাতা ও সভাপতি---প্রান্তিক নারীশক্তি (দারিদ্র বিমোচন স্বেচ্ছাসেবী সংগঠন), 2.জীবন সদস্য,পেট্রন ও ট্রেজারার (বাংলাদেশ লেখিকা সংঘ), 3.জীবন সদস্য ও ফোরাম মেম্বার (নন্দিনী সাহিত্য ও পাঠচক্র), 4.সহ সভাপতি (বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ), 5.সহ সভাপতি (বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ), 6.জীবন সদস্য (বনলতা সাহিত্য পরিষদ), 7.জীবন সদস্য (ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই, এসোসিয়েশন), 8.জীবন সদস্য (পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়), 9.জীবন সদস্য (সামসুন নাহার হল,ঢাকা বিশ্ববিদ্যালয়), 10.জীবন সদস্য (শেকড় সাহিত্য গোষ্ঠী), 11.সদস্য (চয়ন সাহিত্য ক্লাব), 13.সদস্য (বেতার নাট্যকার নাট্য শিল্পী সংসদ ,বে না না শি স), 14.উপদেষ্টা (প্রভাতফেরী অনলাইন পত্রিকা,অস্ট্রেলিয়া) ! ভ্রমণ: তিনি সিঙ্গাপুর,হংকং ,ভারত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অনেক দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন !