প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মানিক চক্রবর্তী
মানিক চক্রবর্তী। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে ফেনী জেলার পরশুরাম উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে। বাবা সুনীল বরণ চক্রবর্তী, মা কানন বালা চক্রবর্তী। 'মেঘপরির দেশে' লেখকের ১০ম প্রকাশিত গ্রন্থ। তার অন্যান্য প্রকাশিত ছড়াকবিতা গ্রন্থ হচ্ছে'মেঘ উড়ে যায় হাওয়ায় হাওয়ায়', 'ফুল পাখিদের হাট', 'শ্যামল মাটির মায়া', 'বিষন্ন রাত্রির যাপিত সময়', 'মরছি রে মরছি', 'প্রজাপতি মন', 'নীল আকাশে পাখির ডানায়', 'ছড়া সমগ্র', 'স্বপ্ন দেখি রোজ'। মানিক চক্রবতী ছড়া সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য 'বঙ্গবীর ওসমানী পদক', নবাব সিরাজ উদ-দৌলা স্বর্ণপদক, সত্যজিৎ রায় সম্মাননা পদক', 'স্বপ্নালোকষ্ট উর্ধকসা পদক', 'নক্ষত্র সাহিত্য পদক', 'সম্প্রীতি শিশু-কিশোর পদক', 'মৃত্তিকা পদক'সহ আরো বেশ কটি পদক লাভ করেন।