Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Enamul Hoque Polash books

followers

এনামূল হক পলাশ

কবি এনামূল হক পলাশ। ১৯৭৭ সালের ২৬ জুন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদে চিরাম গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস একই উপজেলার বামনগাঁও গ্রামে। পিতা মরহুম এমদাদুল হক, মাতা নুরুন্নাহার হক। দুই ভাই ও এক বোনের মধ্যে কবি সবার বড়। কবি উদ্ভিদ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
১৯৯৪ সালে উপজাতীয় কালচারাল একাডেমি থেকে প্রকাশিত মাটির সুবাস পত্রিকায় একটি কবিতা প্রকাশিত হয়। যা ছিল ছাপার অক্ষরে তাঁর প্রথম কবিতা। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি বিভিন্ন সময় কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ২০০৩ সাল থেকে ভূমি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তাঁর স্ত্রী মাহবুবা আক্তার সুমা পেশায় শিক্ষক। তিনি এক সন্তানের জনক।

২০০৯ সালে তার প্রথম কবিতার বই ‘অস্তিত্বের জন্য যুদ্ধ চাই’ প্রকাশিত হয়। এছাড়া অন্য কাব্যগ্রন্থ হলো- জীবন এক মায়াবী ভ্রমণ, অন্ধ সময়ের ডানা, অন্তরাশ্রম, মেঘের সন্ন্যাস, পাপের শহরে, তামাশা বাতাসে পৃথিবী, জল ও হিজল, অখণ্ড জীবনের পাঠ, লাবণ্য দাশ এন্ড কোং। প্রাচীন আরবি সাহিত্যের অনুবাদের বই ধর্মবিশ্বাস আখ্যানের মত সুন্দর এবং কবিতার অনুবাদ বই মু—আল্লাক্বা। তার কিছু কবিতা নিয়ে ইংরেজিতে ভাষান্তরিত বই CROSSING FORTY NIGHTS প্রকাশিত হয়। জমি নিয়ে ভূমি ব্যবস্থাপনার সরল পাঠ তার বই। শিশুতোষ বই কলমি লতার ফুল, মগড়া নদীর বাঁকে, বইয়ের পাতায় ফুলঝুরি।

তিনি বাংলা ভাষার সহজিয়া ধারার একজন প্রতিশ্রুতিশীল কবি, লেখক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক ও গীতিকার। অন্তরাশ্রম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন। তিনি গণতন্ত্রের গান ও রাত্রির গান নামক দুটি গানের গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর এ দুটি গান সহ বাউল জন্মের গান নামক আরেকটি গান দেশে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জর প্রথম পরিচালক হিসেবে তিনি নিযুক্ত আছেন।

এনামূল হক পলাশ এর বই সমূহ

(Showing 1 to 17 of 17 items)

Recently Viewed