প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অপূর্ব সাহা
অপূর্ব সাহা। কবিতার সমুদ্র ছেনে গল্পের মুক্তো কুড়ানাে যার নেশা। গদ্যে-পদ্যে সমান বিচরণ। পেশায় উন্নয়ন কর্মী। ২০০২ সালের একুশে বই মেলায় গল্পগ্রন্থ ‘হষাধ্বনি ও অন্যান্য কণ্ঠস্বর’র মাধ্যমে আত্মপ্রকাশ। উল্লেখযােগ্য গ্রন্থসমূহ হচ্ছে-বুদ্বুদ (উপন্যাস), স্পর্শপুরাণ (উপন্যাস), বিহঙ্গ হত্যার পূর্বাপর (উপন্যাস), অমীমাংসিত রাতের কবিতা (কাব্যগ্রন্থ) ও কুহেলিবৃত্তান্ত। (কাব্যগ্রন্থ)।। সাহিত্যের পথ-পরিক্রমায় তার সম্বল স্বকৃত ভাষাশৈলী। শব্দকে ব্রহ্মজ্ঞান করেন। শব্দ-সংঘাত সৃষ্টি করে তা থেকে বিচ্ছুরিত। বিভার ভেতর খুঁজে ফেরেন শিল্পের অন্তর্গঢ় রহস্য।