clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Farida Ahmmed Niku books

follower

ফারিদা আহমেদ নিকু

১৯৬৯ সালের ৭ই ডিসেম্বর ঢাকায় জন্ম। স্কুল ম্যগাজিনের মাধ্যমে লেখালেখিতে আসা। ‘সাপ্তাহিক রোববার’-এ প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ম্যগাজিন, অনলাইন পত্রিকায় আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখিতে যুক্ত হন তিনি। প্রথম উপন্যাস “অপেক্ষা অযুত বছর” প্রকাশিত হয় ২০১৮ সালের বই মেলায় নন্দিতা প্রকাশ থেকে । বাবা প্রয়াত আমজাদ আলী আহমাদ ছিলেন প্রকৌশলী আর মা রাজিয়া আহমেদ একজন গৃহিণী। ফারিদা আহমদ নিকু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম এ করেন, তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ (মানব সম্পদ) এবং হিউমেন রাইটস ল’-তে মাস্টার্স করেন। বাংলাদেশ ইনসটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পারসনেল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা করেন ও সিঙ্গাপুর ইনসটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে প্রশিক্ষণ নেন । ব্যক্তিগত জীবনে স্বামী আখতার আহমেদ, ছেলে আবরার আহমেদ (কাব্য) আর মেয়ে তাঞ্জিম নাওয়ার কাঙ্ক্ষিতাকে নিয়ে ঢাকায় বসবাস করছেন। সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ এস এস সি পরীক্ষার পর থেকে। আশির দশকের শেষ ভাগ থেকে নব্বই দশকের মাঝামঝি পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা আর নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটক আর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে জড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে নব্বইয়ের শুরুতে। “ধুপদ নৃত্যকলা”-র ছাত্রী ছিলেন ও “বাংলাদেশ সাংস্কৃতিক দল” এর সদস্য হয়ে ২০১০ সালে “বেইজিং ড্যান্স ফেস্টিভ্যালে” যোগ দেন। কর্মজীবনে ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড এর মানব সম্পদ বিভাগে কর্মরত আছেন । পছন্দ : লেখালেখি, ঘুরে বেড়ানো, সাঁতার কাটা, বই পড়া আর আড্ডা দেয়া ।

ফারিদা আহমেদ নিকু এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed