প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুন নূর
আবদুন নূর (জ. ২ ফেব্রুয়ারি ১৯৩৯) জীবনের প্রায় পুরোটা সময় অভিবাসী। ১৯৭৩ সালে এক বছরকাল স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চম বার্ষিক পরিকল্পনার কাজে পরিকল্পনা কমিশনে শিক্ষা ও মানব সম্পদ বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া ১৯৭০ সাল থেকে বিশ্বব্যাংকের একজন বিশেষজ্ঞ হিসাবে ওয়াশিংটনে কর্মরত। সেখানেই তাঁর স্থায়ী আবাস। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে লেখালেখির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েন। দেশের বিভিন্ন সাময়িকীতে তাঁর রচিত গল্প, উপন্যাস ও বিবিধ রচনা নিয়মিত প্রকাশিত হয়েছে। বেতার নাট্যও লিখেছেন সে সময় এবং পরবর্তীকালে টেলিভিশনের জন্য। আবদুন নূরের লেখনী বিস্তৃত থেকেছে জাতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলার সমাজ ও সংস্কৃতির বিকাশে। তাঁর প্রথম উপন্যাস 'প্যাগাসাস'-এ বিধৃত হয়েছে সুদূর দক্ষিণ আমেরিকার গায়ানা দেশে বসবাসরত বাংলাদেশী ও ভারতীয় বংশোদ্ভূত প্রজন্মগুলোর আত্মানুসন্ধান। আঠারো শ' শতাব্দীতে ব্রিটিশ ভারত থেকে ক্রীতদাস হয়ে যেসব কুলি-মজুর গায়ানায় বসতি স্থাপন করেছিলো, সেই প্রজন্মের জীবন-যাপন প্রণালী। তাঁর দ্বিতীয় উপন্যাস 'শূন্যবৃত্ত'-এ চিত্রিত হয়েছে ওয়াশিংটনকে কেন্দ্র করে স্বাধীনতা পরবর্তীকালে আমেরিকা ও ইউরোপে অভিবাসী বাংলাদেশীদের জীবন সংগ্রাম, সুখ-দুঃখ, ব্যর্থতা এবং শূন্যতা। তাঁর তৃতীয় উপন্যাস 'উত্তরণ' লেখককে ফিরিয়ে আনে আধুনিক ঢাকায়। বিন্যাস করে বিবেকের দংশনে তাড়িত কোনো এক নৃত্যশিল্পী গৃহবধূর নিষ্ঠ জীবন-যাপন করার আকাঙ্ক্ষা এবং আত্মপরিচয়কে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে। তাঁর চতুর্থ উপন্যাস 'বিচলিত সময়'-এর মূল উপজীব্য কাল এবং সময়। অতীতের বৃত্তে গ্রন্থিত বাঙালির সমাজের প্রতিবাদী এক চালচিত্র।