প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া
ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া ১৯৫৩ সালে কুমিল্লা জেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে প্রফেসর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে কর্মরত আছেন। দৈনিক ভোরের কাগজ, সংবাদ, প্রথম আলো, পূর্বকোণ ও আজাদী পত্রিকা তাঁর বহু কলাম ও ফিচার প্রকাশ করেছে। তাঁর লিখিত গবেষণা গ্রন্থ ‘মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ’ ১৯৯৫ সালে বাংলা একাডেমী প্রকাশ করেছে। এ‘ছাড়া’ বৃটিশ ভারতীয় নথিতে তীতুমীর ও তাঁর অনুসারীগণ’ শীর্ষক অনুবাদকর্মটি ১৯৯৯ সালে বাংলা একাডেমী প্রকাশ করেছে। তাঁর অপর অনুবাদ কর্ম ‘ফরায়েযী আন্দোলনের ইতিহাস’ বাংলা একাডেমী থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে।