প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নিশি ফারহানা
নিশি ফারহানা ৮ আগস্ট ফরিদপুর জেলার সদরপুর থানার শ্যামপুর গ্রামে জন্ম। বাবা- মরহুম মােঃ খবীর উদ্দীন মিয়া ও মা- মরহুমা সালেহা বেগম (সূৰ্য্য)। এস.এস.সি. পাশের পর কবি নানা প্রতিকূলতার মধ্যে জীবনসংগ্রামে জড়িয়ে পড়ায় আর লেখাপড়ায় এগুতে পারেননি। লেখালেখি শুরু হয় ছােটবেলা থেকে প্রকাশের ইচ্ছা থাকলেও উপায় ছিল না। ডায়েরিতেই সঞ্চয় করতেন নিজের লেখাগুলাে। ২০০১ সালে বিবাহের পর রাজনীতিবীদ ও ব্যবসায়ী স্বামী- সৈয়দ মাসুদ হাসান রুমি’র অনুপ্রেরণায় লেখায় আবারও মনােযােগী হন।। একমাত্র ছেলে সৈয়দ ইয়াসিন শাহজালাল রাউফ ও একমাত্র মেয়ে সৈয়দা রাফিউ হাসান রাবেয়াকে নিয়ে কবির সুখের সংসার। দুই বােনের মধ্যে তিনি ছােট। তাঁর কোন ভাই নেই। তার পছন্দ-অপছন্দ, ভালাে লাগা, ভালাে কিছু করার ইচ্ছা, আশপাশের প্রিয়জনকে খুশি রাখা, আডডা দেওয়া। তার পছন্দের রঙ সব উজ্জ্বল রঙ।