প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আসাদ মান্নান
সত্তর দশকের অন্যতম প্রধান কবি আসাদ মান্নান। মূল নাম : আবদুল মান্নান। জন্ম ৩ নভেম্বর ১৯৫৭ সালে চট্রগ্রামের সন্দ্বীপে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে বিএ অনার্স, এমএ করেছেন। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন স্কুল-কলেজে শিক্ষকতা দিয়ে। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার, তথ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (২০১৪-২০১৬), সরকারের সচিব হিসেবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য পদে কর্মরত ছিলেন। সবশেষে সচিব হিসেবে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য পদে দায়িত্ব পালনের পর সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন ২০১৭ সালের নভেম্বর মাসের ২ তারিখে। বর্তমানে তিনি একটি সাংবিধানিক পদে বাংলাদেশ পাবিলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে বিগত ২৪ জুন ২০১৮ তারিখ থেকে কর্মরত আছেন। ১৯৭৭ ও ১৯৭৮ সালে পরপর দুবার তিনি দেশের শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সাহিত্য পরিষদ পুরস্কার লাভ করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য সম্মাননা ও স্বীকৃতির মধ্যে রয়েছে: জীবনানন্দ দাশ পুরস্কার-২০০৮, কবিকুঞ্জ পদক-২০১১, কবিতালাপ সম্মাননা ও পদক–২০১৩, কর্ণফুলী সাহিত্য পদক; রাজশাহী সাহিত্য পরিষদ পদক ও সম্মাননা; পুনশ্চ পদক; মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ সাহিত্য পুরস্কার খড়িমাটি সন্মাননা ইত্যাদি। ১৯৭৩ সাল থেকে লেখালেখির জগতে আত্মপ্রকাশ। প্রথম উল্লেখযোগ্য কবিতা ‘সহসা আগুন জ¦লে যমুনার জলে’ রচনা কাল ১৬ আগস্ট ১৯৭৬। প্রথম সম্পন্ন কবিতা লিখেন ১৯৭৬ সালে আগস্ট মাসে। কবিতার নাম–‘সবুজ রমণী এক দুঃখিনী বাংলা’। মৌলিক রচনার পাশাপাশি অনুবাদও করেছেন। উল্লেখযোগ্য প্রকাশিত কাব্যগ্রন্থ : সুন্দর দক্ষিণে থাকে, সূর্যাস্তের উল্টোদিকে, সৈয়দ বংশের ফুল,দ্বিতীয় জন্মের দিকে, ভালোবাসা আগুনের নদী, তোমার কীর্তন, যে-পারে পার নেই সে-পারে ফিরবে নদী, হে অন্ধ জলের রাজা, নির্বাচিত কবিতা, প্রেমের কবিতা ইত্যাদি। বাংলাদেশের রাজনীতি এবং সামাজিক আন্দোলনের তাঁর কবিতা অগ্রণী ভুমিকা পালন করে আসছে।