প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ.কিউ.এম. আবু জাফর
এ কিউ এম আবু জাফর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৫ নং ছয়ানী ইউনিয়নের বড়মহদীপুর গ্রামে ১৯৫৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা হাবিবুর রহমান ও মা ছাদিয়া খাতুন। তিনি ছয়ানী হাই স্কুল থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন- (এসএসসিতে প্রথম বিভাগ)। পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রতিযোগীতা মূলক বৃত্তি পরীক্ষায় আবাসিক বৃত্তি লাভ করেন। ১৯৭২ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচ এসসি পরীক্ষায় প্রথম বিভাগে ও ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রকৌশলী হিসেবে চাকুরীর মেয়াদ শেষ করে বর্তমানে অবসর। র ছোটবেলা থেকে লেখালেখির প্রতি দুর্বলতা থাকায় ছাত্রজীবন ও কর্মজীবনের হাজারো ব্যস্ততার বলেও সাহিত্যচর্চা চালিয়ে গিয়েছেন। সাহিত্য সাধনার প্রথম ফসল ২০১১ সালে প্রকাশিত হয় 'স্বাধীনতা ও ঘাতকের বুলেট' কাব্যগ্রন্থ। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে- 'দেশের কথা দিয়ে কবিতা' 'সমাজের সব অন্ধকার দূর হোক মুছে যাক' 'ওহে মহাজন খুঁজি তোমায় সারাক্ষণ' 'ভালোবাসার মুক্তি চাই' ইত্যাদি গ্রন্থ। কবি বলেন "কথা ও লেখাকে মূল্যবান করা যে কত কঠিন ভাবতেও অবাক লাগে। তবুও সাহসে ভর করে মনের কিছু কথাকে সাজিয়ে লেখার চেষ্টা করেছি। স্বাধীনতা, দেশ, জাতির পিতা ও মানবতার মাতা এবং সমাজ নিয়ে লেখা আমার কোনো কথা বা কবিতা মূল্যবান হয়েছে দেখতে ও শুনতে পেলে শ্রম স্বার্থক হয়েছে মনে করবো।" কবি তাঁর স্বপ্ন নিয়ে কাজ করছেন। লিখছেন একের পর এক কবিতা। বঙ্গবন্ধু, বঙ্গকন্যা মানবতার মাতা ও দেশ প্রেমের বাছাই করা ৪০টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ 'কবিতায় জাতির পিতা কবিতায় মানবতার মাতা কবিতায় দেশের কথা'। এতে স্থান পেয়েছে- 'মায়ের ডাকে মুজিব আসে' 'পনেরো আগস্ট শাহাদাৎ দিবস' 'ঘাতকের বুলেট' 'বঙ্গবন্ধু আসে মনের চোখে ভাসো 'মুজিব থাকবে সব অন্তরে' 'মন ভোলা' 'বঙ্গবন্ধু' 'জাতির পিতার বাড়ি' 'শেখ রাসেলকে মনে পড়ে' ইত্যাদি শিরোনামের কবিতা। আশা করি কবিতা গুলো পাঠকদের মন জয় করতে সক্ষম হবে। জালাল খান ইউসুফী প্রকাশক