clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdur Roshid books

follower

আব্দুর রশিদ

আব্দুর রশিদ, পিতা: মরহুম মোজাহার উদ্দীন মোল্যা, মাতা: মরহুম মরিয়ম বিবি, গ্রাম: লস্করপুর, ডাকঘর: ভাবনহাটী, মাগুরা সদর, মাগুরা। জন্ম: ১৯শে মার্চ ১৯৫০ সাল (ইং)। ১৯৬৪ সালে মাগুরা এ.জি হাই মাদ্রাসা কাম একাডেমি থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৭ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। অতঃপর ১৯৬৭-৬৮ সালের লেশনে মাগুরা পি.টি.আই থেকে সি.ইন এড. প্রশিক্ষণ সমাপ্ত পূর্বক প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে ১৯৬৮ সালের ১৩ জুলাই থেকে কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দি মহাবিদ্যালয় থেকে বহিরাগত প্রার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ পাশ করেন। ১৯৭৫ সালের ২৩শে মে থেকে ২০০৭ সালের ১৮ই মার্চ পর্যন্ত প্রধান শিক্ষক পদে (প্রায়ই) ৩২ বছর চাকুরী করে মাগুরা সদর উপজেলার ধনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চাকুরী হতে অবসর গ্রহন করেন। লেখকের ৩ ছেলে ও ৩ মেয়ে, এরা সবাই বিবাহিত। ১ম ও ২য় ছেলে মোঃ শাহিনুর আলম ও আমিনুর রহমান দুইজনেই ঢাকায় ব্যবসারত। ছোট ছেলে মোঃ তৌহিদুর রহমান নিজ গ্রামে ব্যবসারত। ২০০৭ সালে তিনি হজ্জব্রত পালন করেছেন। এবং ২০১৭ সালে সহধর্মিনীসহ উমরা পালন করেছেন। কর্মজীবনে তিনি প্রসঙ্গক্রমে স্মারকলিপি, মানপত্র, বিদায়ী কবিতা, মৃত্যু স্মরণিকা ইত্যাদি কবিতা আকারে লিখেছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে তাঁর দুইখানা কবিতার বই যথাক্রমে 'মালঞ্চ' ও 'একাত্তুরের রাতে' প্রকাশিত হয়েছে। ইহা ছাড়া কাব্যনদী নামে একটি কবিতার বই যৌথভাবে প্রকাশিত হয়েছে। বর্তমানে "খোকা হলেন জাতির জনক" কবিতার বইখানি ইনশাআল্লাহ প্রকাশিত হতে যাচ্ছে। পাঠকবৃন্দ যদি আমার এই কবিতার বইখানি পাঠ করে দেশের প্রতি সচেষ্ট হয়, তাহলে আমার এই ক্ষুদ্র লিখনীর স্বার্থক মনে করবো। ভবিষ্যতে আরও কিছু লেখা প্রকাশের জন্য সকলের নিকট দোয়া কামনা করি।

আব্দুর রশিদ এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed