প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
দীপ্তি সরকার
রাজশাহীর মেয়ে দীপ্তি সরকার। সরকারি পি.এন. উচ্চ বালিকা বিদ্যালয়, তারপর সরকারি সিটি কলেজ-এর গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে বেড়ে ওঠা। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে পড়াশোনা করলেও অনেক ছোটবেলা থেকেই কবিতা লেখার শুরু। তার লেখা গল্প ‘বাবিনের ডাইনোসর’ বাংলা ও ইংরেজি ভার্সনে প্রকাশিত হয়েছে। এছাড়া ‘কাঠবিড়ালি ও বাদামওয়ালা’ তার প্রথম ছড়ার বই। ক্যারিয়ারের বিভিন্ন সময় তিনি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে কর্মরত ছিলেন। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার কাজও করছেন।