প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তন্ময় ভট্টাচার্য্য
কবি, ঔপন্যাসিক, গীতিকার ও মানব-জীবনের প্রত্যক্ষ কলাকার সুচিকিৎসক। জন্ম ১৩ নভেম্বর ১৯৫৫ খ্রিস্টাব্দে। সিলেট সদরের আখারিয়ার ব্রাক্ষণশাসন গ্রামে। তাঁর পিতা স্বর্গীয় তারকেশ্বর ভট্টাচার্য্য, মাতা স্বর্গীয় সুকুমারী দেবী যাঁর প্রত্যক্ষ আশীর্বাদে আজও তিনি সর্ব কর্মে প্রাণিত। স্ত্রী ডা. গৌরী রানী ভট্টাচার্য্য। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য্য ১৯৮৪ খ্রিস্টাব্দে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, সিলেট এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেটের আজীবন সদস্যও তিনি। সিলেট বেতারের নিয়মিত লেখক তন্ময় ভট্টাচার্য্য গল্প ও নাটক লিখছেন তরুণ সয়স থেকেই। তাঁর লেখা নাটক বেতারে প্রচারিত ও প্রশংসিত হয়েছে। বর্তমানে সিলেট পার্কভিউ সেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের দায়িত্বে আছেন। তাঁর জীবনসঙ্গী ডা. গৌরী রানী ভট্টাচার্য্য বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী। একমাত্র কন্যা তমালিকা ভট্টাচার্য্য মৌসুমী পেশায় চিকিৎসক। তিনি আবৃত্তি এবং সংগীতচর্চা করেন। তাঁর পাঁচ ভাই, দুই বোন। যথাক্রমে তরুণ ভট্টাচার্য্য, তপোধীর ভট্টাচার্য্য, তাপস ভট্টাচার্য্য, জ্যোৎস্না ভট্টাচার্য্য, তনুজ ভট্টাচার্য্য, তন্ময় ভট্টাচার্য্য ও কৃষ্ণা ভট্টাচার্য্য সকলেই কমবেশি সুকুমার শিল্পের সঙ্গে জড়িত ও ভক্ত অনুরাগী। শিল্পরুচিসম্পন্ন পরিবারে তন্ময় ভট্টাচার্য্য সৃজনশীল সত্ত্বার বিকাশ সম্ভব হয়েছে। বিবাহিত জীবনে তাঁর শিল্পীমনা সহধর্মিণী অন্যতম অনুপ্রেনণাদাত্রী।