clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Azahar Islam books

follower

আজাহার ইসলাম

আজহার ইসলাম ১৯৪৪ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ। করেন। তার পৈতৃক নিবাস নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের অন্তঃপাতী রূপসী গ্রাম। বর্তমান স্থায়ী নিবাস ৪৯, সাবেক শরাফতগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪। ১৯৫৮ সালে তিনি মুড়াপাড়া ভিক্টোরিয়া হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন; ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে। এম. এ. ডিগ্রী লাভ করেন। কর্মজীবনের শুরুতে যথাক্রমে কক্সবাজার কলেজ, জগন্নাথ কলেজ, ঢাকা সিটি নাইট কলেজ ও করটিয়া সাদত কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা। করেন। ১৯৬৭ সালে বাংলা একাডেমীতে যােগদান করেন; পরে একাডেমীর ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি অবসর গ্রহণ করেন। আজহার ইসলাম মূলত প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্যসমালােচক। সম্প্রতি তিনি কথাসাহিত্য রচনায় মনােনিবেশ করেন। তাঁর রচিত বাংলা সাহিত্যের ইতিহাস (প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ), 'মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবি, ‘বাংলাদেশের ছােটগল্প : বিষয়-ভাবনা স্বরূপ ও শিল্পমূল্য, ‘মােহাম্মদ ওয়ালিউল্লাহ’, ‘ঈশানচন্দ্র ঘােষ’, ‘মােজাম্মেল হক, ‘উপেন্দ্রকিশাের রায়চৌধুরী’, ‘সাহিত্যে বাস্তবতা’, ‘চিরায়ত সাহিত্য-ভাবনা' ইত্যাদি গ্রন্থ সুধীসমাজে বিশেষভাবে পরিচিত। তার একটি ভ্রমণ-কাহিনী ‘আমেরিকা ভ্রমণ : একুশ দিনের গল্পকথা' উপন্যাস 'মহানগরী ও ভ্রমণকাহিনী ট্রাভেলস'। তাঁর অখন্ড বাংলা সাহিত্যের ইতিহাস বাংলাদেশে ইরানিয়ান কালচারাল সেন্টারের উদ্যোগে একখণ্ডে ফারসি। ভাষায় অনুদিত হয়। আজহার ইসলাম ১৯৯৭ সালে উত্তর আমেরিকার শিকাগাে শহরে বাঙালিদের আয়ােজিত সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে যােগদান করেন। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের জন্য তিনি ১৯৭০ সালে শিক্ষাসপ্তাহে প্রথম পুরস্কার লাভ করেন। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক বিশেষভাবে সংবর্ধিত হন ও ১৯৯৭ সালে ‘নন্দিনী সাহিত্য ও পাঠচক্র' কর্তৃক পুরস্কৃত ও সম্মানিত হন।

আজাহার ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed