Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Agriculturist Md. Lotifur Rahman Sujon books

follower

কৃষিবিদ মোঃ লতিফুর রহমান সুজন

জন্মঃ এপ্রিল, ১৯৮৫ সাল, ত্রিশাল, ময়মনসিংহ। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা, ময়মনসিংহ থেকে ২০০০ সালে প্রথম বিভাগে এসএসসি এবং ভালুকা কলেজ, ময়মনসিংহ থেকে ২০০২ সালে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে বি.এস.সি ফিশারিজ (অনার্স) এবং ২০০৯ সালে এমএসইন ফিশারিজ টেকনােলজি পরীক্ষায় গ্রেড-এ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে রিসার্স এসিসটেন্ট হিসেবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৩ সালে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফার্ম অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে উপজেলা মৎস্য অফিসার হিসেবে মৎস্য অধিদপ্তরে যােগদান করেন। তিনি মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর একজন বিভাগীয় প্রশিক্ষক। বর্তমানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিসেবে ভৈরবে কর্মরত আছেন। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ২০১৭ সালে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রথম “মাছের মেলা” আয়ােজন করেন। তিনি আধুনিক বায়ােফ্লক প্রযুক্তির প্রসারে বিনা অর্থায়নে প্রশিক্ষণ, সরকারি বিভিন্ন অর্থায়নে বায়ােফ্লক প্রযুক্তিতে মাছ চাষসহ বিভিন্ন অবদান রেখে চলেছেন। তাঁর উল্লেখ্যযােগ্য গ্রন্থ হলাে “বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু ও মৎস্য খাতে উন্নয়ন প্রতিভাস”, “আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, “বিসিএস (মৎস্য) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা (তৃতীয়পত্র) সহায়িকা”এবং“মাছচাষে প্রযুক্তি পরামর্শ”। তাঁর উদ্ভাবনী দুইটি মােবাইল অ্যাপস হলাে মৎস্য পরামর্শ সেবা সহজীকরণে“Dr. Fish (মাছের ডাক্তার)” ও “মৎস্য আইন (Fisheries Act)”।

কৃষিবিদ মোঃ লতিফুর রহমান সুজন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed