প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বাবু ফরিদী
জন্ম : ১২ নভেম্বর ১৯৫৪। মৃত্যু : ২০ জুলাই ২০০৮। নিবাস : ফরিদপুর শহরের শ্ৰীঅঙ্গন দক্ষিণপল্লী। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়। থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস। কষি ডিপ্লোমা। অ্যাডভান্স সার্ভেসহ এলএলবি। কর্মবৃত্তান্ত : স্কুলজীবন থেকেই সাহিত্যচর্চা। ২০ শতকের ৭০-দর্শক থেকে কবি হিসেবে খ্যাত। কবিতার পাশাপাশি নিরলসভাবে লিখেছেন ছােটগল্প, উপন্যাস, জীবনীগ্রন্থ। সম্পাদনা করেছেন একাধিক কাব্যগ্রন্থ। রােমান্টিকতা ছাড়াও তার লেখার উপজীব্য মুক্তিযুদ্ধ, স্বদেশ ও সমাক্ত ছবি আঁকার প্রতি তাঁর ছিল অনাবিল আগ্রহ। ফরিদপুরের একাধিক সাহিত্য, সংস্কৃতি ও নাট্য সংগঠনের সাথে জড়িত ছিলেন। এসব কালে স্থানীয়ভাবে পুরস্কার পেয়েছেন : শ্রেষ্ঠ তৈলচিত্র পুরস্কার (১৯৭৮) শ্রেষ্ঠ একাঙ্কিকা লেখক (১৯৮০), শ্রেষ্ঠ সংগঠক (১৯৯৪)। এছাড়া পেয়েছেন পাবনা কবিতা ক্লাব সাহিত্য পুরস্কার (২০০০) ঈশ্বরদী থেকে অরুণিমা স্বর্ণপদক। কষিবিভাগে পঁচিশ বছর চাকরি করেছেন। অবসর গ্রহণের পর আইন। ব্যবসায়ে নিয়ােজিত ছিলেন। সম্ভাবনাময়ী এই লেখক অকস্মাৎ ২০ জুলাই ২০০৮ তারিখেহৃদরােগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।